হোম /খবর /কোচবিহার /
প্রেমে নাকি এমনটাও হয়! ঘটনা শুনে ছুটে আসছে দেখতে, হাঁ হয়ে গিয়েছে কোচবিহারবাসী

Love Relationship|| প্রেমে নাকি এমনটাও হয়! ঘটনা শুনে ছুটে আসছে দেখতে, হাঁ হয়ে গিয়েছে কোচবিহারবাসী

প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় নাবালিকা

প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় নাবালিকা

Love Relationship: প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসল এক নাবালিকা। এ ভাবে বিয়ের দাবিতে ধর্ণায় বসার কারণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

  • Share this:

গিতালদহ: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় নাবালিকা। এ ভাবে বিয়ের দাবিতে ধর্ণায় বসার কারণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিনহাটা ১ নম্বর ব্লকের গিতালদহ এলাকায় এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের সম্পর্কের জেরে এই ধর্ণায় বসার ঘটনাটি ঘটিয়েছে একাদশ শ্রেণির ওই নাবালিকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিয়ের দাবিতে এক নাবালিকা তাঁর প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসে। তার দাবি 'বিয়ে না হলে সে আত্মহত্যা করবে'। সেই নাবালিকা বিয়ের দাবিতে বসে রয়েছে প্রেমিকের বাড়ির সামনে। নাবালিকার চাঞ্চল্যকর দাবিতে রীতিমতো অবাক স্থানীয় বাসিন্দারা। তবে প্রেমিকা বাড়ির সামনে বসার পর থেকে পরিবার-সহ বাড়ি থেকে উধাও প্রেমিক।

আরও পড়ুনঃ নামমাত্র টাকা ব্যয়ে চাষ, ঘরে আসছে হাজার হাজার টাকা! নয়া 'এই' চাষই পথ দেখাচ্ছে

প্রেমিকা নাবালিকা জানিয়েছে, দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁর সঙ্গে এলাকারই এক যুবকের। এ দিন প্রেমিক নিজে তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল। সেই কারণেই সাত সকালে সে চলে যায় প্রেমিকের বাড়িতে। তবে প্রেমিকের মা জোর করে তাঁকে টেনে বাড়ি থেকে বের করে দেয়। মূলত সেই জন্যই অপমানে প্রেমিকের বাড়ি সামনে ধর্ণায় বসার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ জয়গাঁ এলে ফুন্টশোলিংয়ে অবশ্যই রিভার র‍্যাফটিং করুন! ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

নাবালিকা আরও জানায়, প্রেমিক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। দু'জনের প্রায়শই দেখা হত এবং সব সময় কথাও হত। তবে হঠাৎ প্রেমিক তাঁকে ফোন করে জানায়, বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিচ্ছে না। সে অন্য কোথাও বিয়ে করলে মোটা পণ পাবে। তারপরেই সে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয়।

তবে অপরদিকে অভিযুক্ত ওই প্রেমিক যুবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যুবকের বাবা জানিয়েছেন, 'ছেলে ওই মেয়েকে পছন্দ করে না। তবে জোর করে তাকে বিয়ে দিলে, সে নিজেও নাকি আত্মহত্যা করবে। এ ছাড়া তাঁর ছেলের সঙ্গে ওই নাবালিকার দেখা এবং কোনওদিন কথা পর্যন্ত হয়নি।' তবে তিনি আরও জানান, 'যদি তাঁর ছেলে বাড়িতে মিথ্যা কথা বলে থাকে এবং ওই মেয়েটির সঙ্গে তার কোনও সম্পর্ক থাকে। তবে তার শাস্তির প্রয়োজন। সেক্ষেত্রে যে শাস্তি গ্রামবাসী এবং প্রশাসন দেবে সেটা সে মাথা পেতে নেবে।"

Sarthak Pandit

Published by:Shubhagata Dey
First published:

Tags: Cooch behar