মাথাভাঙ্গা: লক্ষাধিক টাকার পাট পুড়ে ছাই। উনুন থেকেই আগুন বলে অনুমান।শুক্রবার দুপুরের ঘটনা। মাথাভাঙ্গা ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়ির পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, পাটের গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসীরা ছুট আসেন ও আগুন নেভানোর কাজে হাত লাগান । অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় মাথাভাঙ্গা দমকল কেন্দ্রে এবং পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ এবং দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।স্থানীয় এবং দমকল কর্মীদের চেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে গায়েব ছাগল, ঝোপের মধ্যে মরা-গরু, চা-বাগানে আতঙ্ক
সন্দীপ দাস নামক এক স্থানীয়ের বাড়িতে থাকা পাটের গোডাউনে এদিন আগুন লাগে। সন্দীপ দাস জানান, বাড়ির উনুনের আগুন থেকে কোনো কারণবশত হয়তো পাট রাখার ঘরে আগুন লেগে যায়। ঘরে প্রায় দেড়শো মন পাট মজুত করে রাখা ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে উনুন থেকে আগুন কীভাবে লাগলো তা এখনও বুঝতে পারা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
রাজেশ দাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar