হোম /খবর /কোচবিহার /
কোচবিহারে শুরু আইপিএল ফ্যান পার্কের উত্তেজনা! উপচে পড়া ভিড় ফ্যান পার্কের মধ্যে

IPL 2023: কোচবিহারে শুরু আইপিএল ফ্যান পার্কের উত্তেজনা! উপচে পড়া ভিড় ফ্যান পার্কের মধ্যে

X
কোচবিহারের [object Object]

এবার কোচবিহারের আয়োজন করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। তাই স্বভাবতই কোচবিহারের মানুষের মধ্যে ফ্যান পার্ক ঘিরে উত্তেজনা রয়েছে একেবারে চরমে।

  • Share this:

কোচবিহার: আইপিএল-এর সময় আসলেই গোটা ভারতের ক্রিকেট প্রেমী মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা চোখে পড়ে। ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন এই খেলা দেখার আনন্দে। ক্রিকেট দলের মধ্যে যেমন রয়েছে ভিন্নতা, ঠিক তেমনি দলের সমর্থকদের মধ্যেও রয়েছে ভিন্নতা। তবে সকলেরই মনের ভেতরের আবেগটা যেন কোথাও গিয়ে একই রকম এই আইপিএলকে নিয়ে।

ক্রিকেট খেলার জগতে নতুন এক ভিন্নতা নিয়ে এসেছে এই আইপিএল। তাই এই আইপিএল কে দেশের কোনায় কোনায় পৌঁছে দিতেই তৈরি করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। আর এই ফ্যান পার্কের মধ্যে রয়েছে মাঠের মধ্যে দাড়িয়ে কিংবা বসে, বড় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে খেলার সরাসরি সম্প্রচার দেখার সুযোগ।

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

এছাড়াও ফ্যান পার্কের মাঠে খেলা দেখতে আসা দর্শকদের সকলের কাছে পৌঁছে দিতে রয়েছে লাইভ ভিডিও সেশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার। তাই এখনও পর্যন্ত হওয়া প্রায় প্রত্যেকটি ফ্যান পার্কের মধ্যেই ক্রিকেট প্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। এবারে কোচবিহারের মানুষেরাও সেই সুযোগ পেয়েছেন।

দীর্ঘ সময় বাদে এবার কোচবিহারের আয়োজন করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। তাই স্বভাবতই কোচবিহারের মানুষের মধ্যে ফ্যান পার্ক ঘিরে উত্তেজনা রয়েছে একেবারে চরমে। কোচবিহারের দুই  বাসিন্দা উজ্জল কুমার দে এবং অর্কদীপ দাস জানান, “কোচবিহার জেলায় এই প্রথম ফ্যান পার্ক আয়োজন করার কারণে কোচবিহারের মানুষেরা দারুন খুশি। আগে কখনোও এই ধরনের ফ্যান পার্ক আয়োজন করা হয়নি।”

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, “বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডির যৌথ সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের দুটি জায়গায় এবার আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হয়েছে। একটি কৃষ্ণনগর এবং অন্যটি কোচবিহার। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের একেবারে উত্তর দিকের প্রান্তিক জেল কোচবিহার। এই জেলার মানুষেরা সব সময় বাইরে গিয়ে মাঠে থেকে খেলা দেখার সুযোগ পান না। তাই কৃত্রিম উপায়ে কিছুটা মাঠে থেকে খেলা দেখার অনুভূতি দেওয়ার জন্য এই বিষয়টি তৈরি করা হয়েছে। তাই প্রথমবারের জন্য এই ফ্যান পার্ক পেয়ে কোচবিহারের মানুষেরা দারুন খুশি। এছাড়াও ক্রিকেটের জগতে আইপিএল এর নাম বেশ অনেকটাই জনপ্রিয়। তাই কোচবিহারের মানুষের ভিড় এই ফ্যান পার্কে রয়েছে রীতিমত চোখে পড়ার মতন।”

Sarthak Pandit

Published by:Ananya Chakraborty
First published:

Tags: IPL, IPL 2023