মাথাভাঙা: দিনের পর দিন, মাসের পর মাস একই নিয়মে চলছে অবৈধ কাজকর্ম। সুটুঙ্গা নদীর চর থেকে অবৈধভাবে চলছে বালি তোলার কাজ। বহু সময় ধরে এই কাজ চলে আসছে। তবে এই গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন প্রশাসনিক স্তরের কর্তারা। কেউ কোন প্রকার মন্তব্য করতে নারাজ এই বিষয়টি নিয়ে। SDLRO গোটা বিষয়টি জেনেও নির্বাক হয়ে রয়েছেন দিনের পর দিন। তবে গোটা কর্মকান্ডে বাদ সাধছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মাথাভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার গোটা বিষয়টির তীব্র বিরোধিতা করে চলেছেন প্রতিনিয়ত।
তবে বারংবার বিরোধিতা করার পরেও বন্ধ হচ্ছে না এই কর্মকাণ্ড। তাই এবার পুলিশ প্রশাসনের পরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন জনৈক এই কাউন্সিলর। প্রবীর সরকার জানাচ্ছেন, "দীর্ঘ সময় ধরে অবৈধভাবে সুটুঙ্গা নদীর চর থেকে বালি তোলার কাজ চলছে। এই বিষয় নিয়ে প্রশাসনিক স্তরের কর্তাদের কোন প্রকার হেলদোল নেই। বালি উত্তলনের ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তবে এই বিষয়টি আটকাতে এখনো পর্যন্ত কেউ সদর্থক ভূমিকা পালন করেননি। তাই তিনি এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন এই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার জন্য।"
আরও পড়ুনঃ দুয়ারে দুয়ারে মিলছে সস্তায় টাটকা মাছ! চালু হল সরকারি পরিষেবা,কী কী মাছ পাবেন?
তবে ইতিমধ্যে বেশ কিছু পরিবেশ প্রেমী মানুষেরাও এই বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠছেন। তবে যদি এভাবেই নদীর চর থেকে বাড়ি উত্তোলন চলতে থাকে তবে অদূর সাথে নদীর ভাঙনের মুখে পড়ার সম্ভাবনা তৈরি হবে। মাথাভাঙা শহরের ঠিক মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সুটুঙ্গা নদী। বাঁধ ব্যবহার করে এই নদীর প্লাবন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে যদি নদীর চর থেকে এভাবেই বালি উত্তোলন করা হয়। তবে নদীর প্লাবনের সময় জল সোজাসুজি বাঁধে এসে ধাক্কা মারবে। তারপরে বাঁধের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে অনেকটাই।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar