হোম /খবর /কোচবিহার /
প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি! আলমারি ভেঙে চুরি গেল সোনার গয়না ও টাকা

Cooch Behar News: প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি! আলমারি ভেঙে চুরি গেল সোনার গয়না ও টাকা

X
প্রতীকী [object Object]

বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরি করা হয়েছে সোনার গয়না ও টাকা।

  • Share this:

#মাথাভাঙা: প্রকাশ্যে দিবালোকে একই দিনে মাথাভাঙা মহকুমা এলাকায় দু’টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরি করা হয়েছে সোনার গয়না ও টাকা।

ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের মধ্য বাইশগুড়ি এলাকায় এবং বড় কাউয়ার ডারা এলাকায়। দুঃসাহসিক এই দুটি চুরির ঘটনায় গোটা মাথাভাঙা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাথাভাঙার দুই বাসিন্দা সুবল দাস ও ভবতোষ সাহার বাড়িতে এই দুটি চুরির ঘটনা ঘটেছে।

সুবল দাসের মা জ্যোৎস্না দাস জানান, “দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ঘরের সমস্ত বন্ধ করে তালা দিয়ে পাশের বাড়িতে সুপারি কাটতে যান তিনি। বেলা ২:৩০ নাগাদ তিনি বাড়িতে আসেন। এবং এসে তিনি দেখেন সমস্ত দরজা তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায় রয়েছে। এছাড়াও ঘরের ভেতরের আলমারিও ভাঙা ও খোলা অবস্থায় রয়েছে। আলমারির মধ্যে থাকা সোনার গয়না ও নগদ অর্থ ৪৫ হাজার টাকা-সহ বেশ কিছু জিনিস নিয়ে চুরি করে নিয়ে গেছে চোরেরা।”

আরও পড়ুন, সোনা-রুপো কেনার কি এখনই সেরা সময়? চট করে জানুন আজকের দর

আরও পড়ুন, পুরীতে মারাত্মক দুর্ঘটনা! সমুদ্রে নামতেই এ কী বিপদ, আতঙ্কিত পর্যটকরাও

সুবল দাস জানান, “ঘরের ভেতরের আলমারিতে তাঁর স্ত্রী-এর সোনার বেশ কিছু গয়না ও নগদ ৪৫ হাজার টাকা রাখা ছিল। সব জিনিস চোরেরা নিয়ে গিয়েছে। কষ্ট করে জমানো অর্থ ও সোনার গয়না চুরি হওয়ার কারণে বর্তমানে তিনি দিশেহারা হয়ে রয়েছেন। কী ভাবে কী করবেন তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। তিনি মাথাভাঙা থানার পুলিশের কাছে ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরা হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।

চুরির খবর পেয়ে বাড়িতে ভিড় জমান এলাকার স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা মহকুমা থানার পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল এবং আইসি ভাস্কর প্রধান-সহ বিশাল পুলিশ বাহিনী। অপরদিকে একই সময়ে বড় কাউয়ার ডারা এলাকার ভবতোষ সাহার বাড়িতেও ঘরের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে কাপড়, সোনার গহনা চুরি করে পালিয়ে যায় চোরেরা।

Sarthak Pandit

Published by:Uddalak B
First published:

Tags: Crime