হোম /খবর /কোচবিহার /
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! আটক অভিযুক্ত

Cooch Behar News: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! আটক অভিযুক্ত

Cooch Behar News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা মহকুমা কোর্ট চত্বরে এক ব্যক্তিকে আটক করে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভ দেখানো মানুষদের অভিযোগ ছিল, ওই ব্যক্তি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন।

  • Share this:

মাথাভাঙা: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। যেখানে ইতিমধ্যেই চাকরি দেওয়ার দুর্নীতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একের পর এক হেভিওয়েট ব্যক্তিত্বদের নাম জড়িয়েছে, সেখানে মাথাভাঙা মহকুমা শহরের বুকে এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় কোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা মহকুমা কোর্ট চত্বরে এক ব্যক্তিকে আটক করে কিছু মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভ দেখানো মানুষদের অভিযোগ ছিল, ওই ব্যক্তি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। মূলত চাকরি দেওয়ার নামে তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তি। তবে চাকরি দেননি এখনও পর্যন্ত কাউকেই। উল্টে তাঁদের দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

প্রতারক ওই জনৈক ব্যক্তির বাড়ি মাথাভাঙা শহরেই। তিনি বহু মানুষের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছিলেন। তবে এখনও পর্যন্ত কাউকে চাকরি দেননি। প্রতারক ওই ব্যক্তি  টাকা ফেরত দেওয়ার নাম করে ঘুরিয়ে যাচ্ছিলেন।অভিযুক্ত ওই ব্যক্তিকে কোর্ট চত্বরে দেখতে পেয়ে আটক করেন প্রতারিত ব্যক্তিরা। তাঁরা সেই প্রতারক ব্যক্তিকে কেন্দ্র করে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন কোর্ট চত্বরের মধ্যেই।

আরও পড়ুন : ওষুধ দিতে উঠেছিলেন আমগাছে, তারপর ঘটল মর্মান্তিক পরিণতি

আরও পড়ুন :  শিবরাত্রির মেলায় স্বাদেগন্ধে অপূর্ব কলাইডালের অমৃতি, মুখে দিলেই মনে মুগ্ধতার রেশ

প্রতারিত ব্যক্তিরা জানান, চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন মাথাভাঙা শহরের ওই জনৈক প্রতারক ব্যক্তি। তবে তিনি এখনও পর্যন্ত চাকরি দেননি কাউকেই। বারবার টাকা ফেরত চাইলেও ঘুরিয়ে যাচ্ছিলেন সেই জনৈক প্রতারক ব্যক্তি। তাই টাকা ফেরত না পেয়ে  অভিযুক্ত ওই প্রতারক ব্যক্তিকে মাথাভাঙা মহকুমা কোর্ট চত্বরেই আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  এক প্রতারক ব্যক্তিকে কেন্দ্র করে কোর্ট চত্বরের মাঝেই বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল প্রতারিত ব্যক্তি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। তারপর অভিযুক্ত ওই প্রতারক ব্যক্তিকে আটক করে মাথাভাঙা থানায় নিয়ে যায় পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও প্রকার লিখিত অভিযোগ জমা পড়েনি মাথাভাঙা থানায়। লিখিত অভিযোগ জমা পড়ার পরেই গোটা ঘটনার তদন্ত শুরু করবে মাথাভাঙা থানার পুলিশ।

সার্থক পণ্ডিত

Published by:Sanchari Kar
First published:

Tags: Cooch behar, Cooch Behar news