#মেখলিগঞ্জ: নিউ তিন সুকিয়া-ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনে জ্বলে উঠল আগুন। যাত্রীদের মধ্যে মুহূর্ত ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা চৌরঙ্গি সংলগ্ন ১৬১ ডোরাডাররি এলাকার ৩০ নম্বর গেটের পাশে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "এ দিন ট্রেনের দশ নম্বর বগিতে আচমকা আগুন জ্বলে ওঠে। দুপুর আনুমানিক পৌনে বারো'টা নাগাদ ট্রেনের কামরায় ধোঁয়া দেখতে পান যাত্রীদের একাংশ। মুহুর্তে যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। যাত্রীরাই ততপরতার সঙ্গে খবর দেন চালককে। সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। তারপর ট্রেনে থাকা অগ্নিনির্বাপকের সাহায্যে আগুন আয়ত্তে আনা হয়। এরপর ট্রেনটি দুপুর এক'টা নাগাদ ফের রওনা হয়।"
আরও পড়ুনঃ ক্রমেই বদলে যাচ্ছে নলেন গুড়, বহু খুঁজেও মিলছে না সেই পুরনো স্বাদ-গন্ধ, অবাক করা কারণ!
তবে কীসের থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে এখনও পর্যন্ত তা জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের জেরে কোনও যাত্রী কিংবা ট্রেনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, "চলমান নিউ তিন সুকিয়া-ব্যাঙ্গালোর এক্সপ্রেস ট্রেনের মধ্যে এই আগুন লেগে যাওয়ায় বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে ট্রেনের চালক ট্রেন থামিয়ে দেন এবং দ্রুত সেই আগুন আয়ত্তে আনা হয়। ট্রেনের মধ্যে থাকা অগ্নিনির্বাপক দিয়েই আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। তারপর ট্রেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।"
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coochbehar