সার্থক পণ্ডিত, কোচবিহার: জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে বিয়ের দাবিতে ধরনায় বসার খবর শুনতে পাওয়া যায় প্রায়শই। তবে এ বার যেন এক অনন্য ঘটনার সাক্ষী হয়ে রইলেন কোচবিহার জেলার হলদিবাড়ি থানার অন্তর্গত নগরসাহেবগঞ্জ এলাকার মানুষেরা। এক নাবালিকা দীর্ঘ সময়ের প্রণয়ের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধরনায় বসে ১৫ বছর বয়সি ওই কিশোরী। যার সঙ্গে ওই নাবালিকার প্রণয়ের সম্পর্ক রয়েছে সেই ছেলেটির নাম আমজাদ সরকার এবং তাঁর বয়স ২০ বছর।
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি জলপাইগুড়ি জেলার পাহাড়পুর এলাকার বালাপাড়ায়। দীর্ঘ সময় ধরে প্রণয়ের সম্পর্কের জেরে মেয়েটি বিয়ের দাবিতে এদিন জনৈক ওই তরুণের বাড়িতে ধরনায় বসেছে। অভিযোগ, নাবালিকা বিয়ের প্রস্তাব দিলেও তাতে রাজি হননি আমজাদ সরকার।
তবে মেয়েটি আমজাদের বাড়িতেই তাঁর বিয়ের দাবিতে ধরনা চালিয়ে যায়। পরবর্তীতে হলদিবাড়ি থানা ও চাইন্ড লাইনে খবর পাঠানো হলে তাঁরা ঘটনাস্থলে এসে নাবালিকাকে তাদের সঙ্গে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, হলদিবাড়ির নগরসাহেবগঞ্জ এলাকার এক তরুণের বাড়িতে জলপাইগুড়ির এক নাবালিকা এসে ধরনায় বসে। তবে এই ঘটনার ফলে জনৈক ওই তরুণ বাড়ি থেকে পালিয়ে যায়। তবে মেয়েটির দাবি ছিল ছেলেটির সঙ্গে দীর্ঘ সময় ধরে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল।
কিন্তু সেই তরুণ সম্পর্ক অস্বীকার করে এবং বিয়েতে রাজি না হওয়ায় ফলেই সে ছেলেটির বাড়ির সামনে ধরনায় বসেছিল। তবে গোটা ঘটনায় কোনও পক্ষ থেকেই কোন প্রকার লিখিত অভিযোগ জমা করা হয়নি।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Coochbehar