হোম /খবর /কোচবিহার /
অভাবে অধরা স্বপ্ন, ফলের রস বিক্রি করেই টাকা জোগাড় করছেন জাতীয় স্তরের কুস্তিগীর

Cooch Behar: অভাবে অধরা স্বপ্ন, ফলের রস বিক্রি করেই টাকা জোগাড় করছেন জাতীয় স্তরের কুস্তিগীর

X
জাতীয় [object Object]

জাতীয় স্তরের রেসলারের স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। অভাব জয় করতে সে শুরু করেছে একটি ফলের রসের দোকান।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কোচবিহার: কোচবিহারের কলাবাগান এলাকার বাসিন্দা সৌরভ বর্মন। বহুদিন থেকেই কুস্তি তাঁকে টানে। ইতিমধ্যেই জাতীয় স্তরে রেসলিং প্রতিযোগিতায় খেলতেও গিয়েছিলেন। কিন্তু বাঁধা হয়ে দাড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি। আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করতে ফলের রস বিক্রি করা শুরু করেছে সৌরভ। তাঁর দোকানে মিলছে তরমুজ, মুসম্বি, আনারস এবং বেদানার রস।

সৌরভ বর্মন জানান, দীর্ঘ সময় ধরে পরিবারের আর্থিক সমস্যার কারণে জীবনের ইচ্ছে পূরণ করতে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে এবার তিনি নিজের পায়ে দাঁড়াতে বদ্ধপরিকর। নিজের আর্থিক সমস্যার সমাধান করে জীবনের ইচ্ছে পূরণ করতে চায়ন। তাই কোচবিহার সাগরদিঘি চত্বরে একটি ফলের রসের দোকান দিয়েছেন।  দোকানে পাওয়া যাচ্ছে তরমুজ, মুসম্বি, আনারস এবং বেদানার রস। এক গ্লাস রসের দাম ৫০ টাকা। এইভাবে টাকা উপার্জন ও টাকা সঞ্চয় করে ভবিষ্যতে রেসলিং জগতে ভাল জায়গায় পৌঁছতে চান সৌরভ বর্মন।

সৌরভের ফুলের রসের দোকানে আসা দুই গ্রাহক কেশব চন্দ্র সরকার এবং বাবলি খাতুন জানাচ্ছেন, '' কোচবিহারে এই প্রথম এত ভাল একটি ফলের রসের দোকান শুরু হয়েছে। দামও সাধ্যের মধ্যে। পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে এই ফলের রস। স্বাদও দারুন। একজন এত ভাল মানের খেলোয়াড় নিজের স্বপ্ন পূরণ করতে নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটাই প্রশংসনীয়। কোচবিহারের মানুষের উচিত তাঁর পাশে এসে দাঁড়ানো এবং তাঁর স্বপ্ন পূরণে সাহায্য করা। ''

Sarthak Pandit

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Cooch behar