#কোচবিহার: কোচবিহার জেলায় রাজ আমলের ঐতিহ্য এবং স্মৃতিবিজড়িত একটি অন্যতম পর্যটন কেন্দ্র হল কোচবিহার রানিবাগান। এই রানিবাগান একসময় কেশব আশ্রম নামে পরিচিত ছিল। পার্কের ঠিক মাঝখানে রয়েছে একটি চৌচালা আর তাতেই রয়েছে রাজপরিবারের বিভিন্ন সদস্য মহারাজা নৃপেন্দ্রনারায়ণ, রাজরাজেন্দ্রনারায়ণ, রাজকুমার হিতেন্দ্রনারায়ণ, প্রতিভাদেবী এবং মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণের স্মৃতিসৌধ। এছাড়াও পার্কের একটি অংশে রয়েছে কেশব আশ্রমের উপাসনালয়ের সংরক্ষিত ঘর।রানি বাগানের গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.app.goo.gl/GS6KaevZ2bphQedN9
পার্কের পযিছনদিকেই রয়েছে কোচবিহার তোর্সা নদীর বাঁধ। এখানে নদীতে পারাপার করার জন্য ফেরি পারাপারের ব্যবস্থা রয়েছে। সারাদিন প্রচুর মানুষ এখান দিয়ে নদী পারাপার করে থাকেন। এই পার্কের পাশেই নদী থাকার কারণে পার্কে সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় সবসময়। গরমে কিংবা শীতে দুই সময়েই এই পার্কে আসলেই আপনার মন ভরে উঠবে। সকালে কিংবা বিকেলে দিকে এখানে আসলে আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য এই পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।এই পার্কটিতে প্রবেশের ক্ষেত্রে কোনও মূল্য লাগে না। বিনামূল্যেই এখানে প্রবেশ করা সম্ভব। পার্কে গাড়ি নিয়ে আসলেও কোন আলাদা মূল্য দিতে হয় না। পার্কের অপর একটি অংশে রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলার সরঞ্জাম। দৈনন্দিন জীবনের কাজের চাপকে সহজেই কাটিয়ে ফেলা সম্ভব এই পার্কে ঘুরতে এসে। ইতিমধ্যেই এই পার্কটি পুনরায় সংস্কারের কাজ ও শুরু করা হয়েছে।সার্থক পন্ডিত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch Behar news