হোম /খবর /কোচবিহার /
মন্দিরের বাইরে আনা হয় মদনমোহন দেবকে, দোলে কোচবিহারে রয়েছে প্রাচীন ইতিহাস

Cooch Behar News: মন্দিরের বাইরে আনা হয় মদনমোহন দেবকে, দোলে কোচবিহারে রয়েছে প্রাচীন ইতিহাস

X
এই [object Object]

Cooch Behar News: কোচবিহারের যে কোন উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়ে।

  • Share this:

কোচবিহার: কোচবিহার জেলার প্রত্যেকটি মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন। কোচবিহারের যে কোন উৎসবের সূচনার শুভ আরম্ভ করা হয় মদনমোহন দেবকে দিয়ে। মূলত দোল পূর্ণিমার সময় এক বিশেষ নিয়ম ও পুজোর রীতির কারণে মদনমোহন দেবকে মদনমোহন বাড়ি থেকে বাইরে বের করা হয়ে থাকে।

এদিন এই পুজোর নিয়ম নীতিতে খড়ের ঘর তৈরি করা হয় কোচবিহার রাসমেলা ময়দানে। সেখানেই নিয়ে আসা হয় মদনমোহন দেবকে। তারপর সেখানেই করা হয় বিশেষ পুজো ও যজ্ঞ। পুজোর শেষে কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি এবং কোচবিহার মহারাজার প্রতিনিধি দুয়ার বক্সি সর্বপ্রথম রং দেন মদনমোহন দেবের গায়ে।

তারপরেই রাস মেলা ময়দানে পুজো উপলক্ষে ভিড় জমানো কোচবিহারের মানুষদের দেখতে পাওয়া যায় আবির খেলায় মেতে উঠতে। সকল মানুষ মদনমোহন দেবের উপলক্ষে রং ছুঁড়তে শুরু করেন।

মূলত দোল পূর্ণিমা উপলক্ষেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজোর মাধ্যমে দোল পূর্ণিমার শুভ আরম্ভ করা হয় কোচবিহার জেলায়। তবে এই পুজোর পর এই পুজোর জন্য তৈরি ঘর গুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে এই ঘটনার সঙ্গে এক পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। কথিত রয়েছে, এই বিশেষ দিনে ভেড়াসুর নামের এক অসুরকে বধ করেছিলেন শ্রী কৃষ্ণ। তাই এই দিনে পুজো শেষ হওয়ার পর ভেড়ার ঘরের প্রতিকৃতি পোড়ানো হয়।

রাজ আমল থেকেই এই বিশেষ পুজো ও প্রথা চলে আসছে কোচবিহার মদনমোহনকে কেন্দ্র করে। তখন কোচবিহারের রাজাদের দ্বারা পরিচালনা করা হত সম্পূর্ন বিষয়টি। তবে বর্তমানে রাজ আমল অতীত। তাই এখন এই পুজোর সমস্ত দায়িত্বভার পালন করে থাকে কোচবিহার দেবোত্তর ট্রাস্টবোর্ড।

আরও পড়ুন, রঙের পরশে কাটে অবসাদের অন্ধকার, জানেন কি দোল নিয়ে আসে একরাশ 'হ্যাপি হরমোন'..

আরও পড়ুন, দোলের রঙে ভয় নেই, এই সব গ্যাজেট সঙ্গে থাকলেই জমে যাবে হোলির পার্টি

তবে প্রাচীন রীতি কোনও পরিবর্তন তারা হতে দেয়নি। এখনও পর্যন্ত প্রাচীন সেই রীতি প্রথা অনুযায়ী এই পুজো ও অনুষ্ঠান করা হয়ে থাকে। এই দিনের এই পুজোর মাধ্যমেই কোচবিহার জেলার বুকে দোল উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে দেওয়া হয়। তারপরেই কোচবিহারের মানুষেরা মেতে ওঠেন দোলের পূণ্য উৎসবে। তবে দিনের পর দিন চলে আসা এই প্রথম মেনে কোচবিহারের মানুষেরা দোলের উৎসবে মেতে উঠে থাকেন।

Sarthak Pandit

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Cooch behar, Holi 2023