কোচবিহার: দীর্ঘ সময় ধরেই এলাকার রাস্তার একেবারেই বেহাল দশা। এই এলাকার মানুষেরা রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে চলাচল করতে রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও এই রাস্তা দিয়ে রোগী নিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে রোগী পরিবারের। এই এলাকায় রাস্তা মেরামতি না হওয়ার মূল কারণ হিসেবে যে সমস্যাটি উঠে এসেছে তা হল এই এলাকাটি দুটি পঞ্চায়েত মধ্যেই রয়েছে। তাই, দুই পঞ্চায়েতের মধ্যে উন্নয়নের কাজকে নিয়ে ঠেলাঠেলি চলতেই থাকে।
তবুও এক পঞ্চায়েত কাজ করলেও অন্য পঞ্চায়েত কাজ করতে নারাজ। এক পঞ্চায়েতের সদস্য মাধবী রায় বর্মন জানান, "এলাকার রাস্তা সংস্কার পঞ্চায়েত ভোটের পরপরই করা হয়েছে। আমাদের এলাকার মধ্যে যতটুকু রাস্তার অংশ রয়েছে সেটার অবস্থা মোটামুটি ভালই রয়েছে। অন্য পঞ্চায়েতের অংশটুকুর খুবই খারাপ অবস্থা।"
আরও পড়ুনঃ মাত্র ৯৯৯ টাকায় দু' ঘণ্টায় কলকাতা থেকে কোচবিহার! আজ থেকে শুরু নতুন বিমান পরিষেবা
গোটা এলাকায় একটি পঞ্চায়েতের অংশের অবস্থা যথেষ্ট ভালো। ঠিক তার পাশাপাশি অপর পঞ্চায়েতের অবস্থার একেবারেই বেহাল দশা।রাস্তার বেহাল দশার পাশাপাশি রাস্তায় আলোও নেই। স্বাভাবিকভাবেই সেই পঞ্চায়েতের উপর স্থানীয় মানুষেরা কিছুটা হলেও ক্ষুব্ধ হয়ে রয়েছেন। মাটির রাস্তার দুপাশে রীতিমতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় আগে এই রাস্তার কাজের জন্য বালি পাথর ফেলা হয়েছিল। তবে বর্তমানে তা নামমাত্র দেখতে পাওয়া যায় না রাস্তার মধ্যে। সব মিলিয়ে ক্ষোভ জমছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুনঃ বাড়ির ছাদেই দক্ষিণেশ্বর! মন্দির তৈরি করে তাক লাগালেন কোচবিহারের বাসিন্দা
রাস্তা খারাপের বিষয়টি নিয়ে অপর পঞ্চায়েতকে প্রশ্ন করা হলে। তাঁরা গোটা বিষয়টি নিয়ে একটি মাত্র শব্দ খরচ করতে রাজি নন। তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি কোন রকম বক্তব্য রাখবেন না এই বিষয়ে। এলাকার স্থানীয় মানুষদের বক্তব্য তাঁর গোটা এলাকার উন্নয়ন নিয়ে ভ্রূক্ষেপ নেই। তবে বর্তমান সময়ে এই রাস্তার সমস্যা তীব্র হয়ে ওঠার কারণে ক্ষোভ জমতে শুরু করেছে স্থানীয় মানুষদের মধ্যে। দিনের পর দিন তাঁরা এই কষ্ট বুকে চেপেই বসবাস করছেন এলাকায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে তাঁদের দাবি যে দ্রুত এলাকার এই রাস্তার অবস্থা সংস্কার করে ভালো করে তুলতে হবে। আর সেটি যদি না হয় তবে সেই পঞ্চায়েত কে তাঁরা একটিও ভোট দেবেন না।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch Behar news