কোচবিহার: এতদিন পর্যন্ত শুধুমাত্র কলকাতার বুকেই ছুটে বেড়াতে দেখা যেত ইলেকট্রিক বাসকে। যেই বাস সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত। এই ধরনের বাসের মধ্যে কোন শব্দ দূষণ হয়না। হয়না বায়ু দূষণও। তবে রাজ্যের সুদূর উত্তরের মানুষদের জন্য এই ধরনের বাসে চড়তে পারা ছিল দিবা স্বপ্ন মাত্র। কারণ, এই ধরনের বাস উত্তরবঙ্গের বুকে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তবে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা করে বসল এক অবাক করা ঘোষণা, উত্তরবঙ্গেও চলবে ই-বাস।
উত্তরবঙ্গের মানুষদের মনের ইচ্ছে পূরণ করতেই এখানে নিয়ে আসা হচ্ছে ই-বাস। তবে ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। উত্তরবঙ্গের রাস্তার মধ্যে দিয়েও এবার ছুটতে চলেছে ই-বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ইলেকট্রিক বাস পরিষেবা শুরু করতে চলেছে উত্তরবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম প্রথম কোচবিহার জেলা থেকেই শুরু হবে এই বাস পরিষেবা। মোট দুটি পথে প্রাথমিক ভাবে এই বাস পরিষেবা শুরু করা হবে। একটি কোচবিহার জেলা থেকে আলিপুরদুয়ার জেলা পর্যন্ত। অন্যটি কোচবিহার সদর শহর থেকে দিনহাটা মহকুমা শহর পর্যন্ত।
আরও পড়ুন- সীমান্তের জিরো গ্রাউন্ডে চলছে গাছের নার্সারির! দুই ভাইয়ের এই ব্যাবসার গল্প অবাক করবে আপনাকেও আরও পড়ুন- জল সরবরাহ পর্যাপ্ত নয়, বাধ্য হয়ে নদীর জল ব্যবহার করছে এখানকার মানুষপ্রথম পর্যায়ে এই দুটি পথেই এই পরিষেবা শুরু করা হবে। তবে পরবর্তী সময়ে বাকি পথ গুলিতেও এই ধরনের বাস পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় গত শনিবার জানিয়েছিলেন, "উত্তরবঙ্গের বুকে ইলেকট্রিক বাস পরিষেবা শুরু করার জন্য আবেদন জানানো হয়েছিল রাজ্যের পরিবহণ দফতরের কাছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। প্রথম পর্যায়ে চারটি বাস দিয়ে এই পরিষেবা শুরু করা হবে। তবে এই বাসের ভাড়া সাধারণ মানুষের একেবারে সাধ্যের মধ্যেই রাখা হবে। এই বাস পরিষেবা শুরু করার জন্য কোচবিহারে একটি চার্জিং পয়েন্টও তৈরি করা হবে।"
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Cooch Behar news