নয়ারহাট: ছোট হিউম পাইপ বসানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি গোটা এলাকায়। বড়ো হিউম পাইপের দাবি জানিয়ে নির্মীয়মান কালভার্টের কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়ি গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায়। তবে গোটা বিষয়টি নিয়ে ঠিকেদারি সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। বর্তমানে নির্মাণের কাজ থমকে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, "নতুন কালভার্ট নির্মাণের কাজ শুরু করা হয়েছিল বেশ কিছুদিন আগে। আগে এখানে বড় হিউম পাইপ ছিল। তবে বর্তমানে সংস্কার এর কাজ করার সময় বড়ো হিউম পাইপ না বসিয়ে ছোট হিউম পাইপ বসানোর জন্য পাইপ গুলো নিয়ে এসেছে ঠিকাদারি সংস্থা। তবে এখানে বড় হিউম পাইপ না বসানোর কারণে তাই এদিন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এলাকার বাসিন্দাদের দাবি না মানা হয় তবে এই কাজ বন্ধ থাকবে।"
আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার!শোকের ছায়া গোটা পরিবারে!
যদিও গোট এই বিষয়ে এলাকার পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মন জানান, "কালভার্টের সংস্কারের কাজ চলছিল। তখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। সংস্কারের কাজের বরাদ্দ পাওয়া ঠিকাদারী সংস্থার সঙ্গে স্থানীয় মানুষদের বচসার সৃষ্টি হয়। তবে এলাকার স্থানীয় মানুষদের সাথে আলোচনা করা হচ্ছে এই বিষয়ে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। সংস্কারের কাজ দ্রুত চালু করা হবে।"
আরও পড়ুন- মহিলাদের জন্য সুখবর! ছাগল পালন করে স্বনির্ভর হওয়ার অভিনব পথ
তবে কালভার্টের নির্মাণের কাজ নিয়ে বিন্দুমাত্র সন্তুষ্ট নন এলাকার স্থানীয় মানুষেরা। তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন এই জায়গায় মোটা পাইপ বসানোর জন্য। তবে এই সংস্কারের কাজ পাওয়া ঠিকেদারি সংস্থা ছোট হিউম পাইপ নিয়ে এসেছে বসানোর জন্য। তাই এদিন এলাকার সকলে মিলে নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের আশা পূরণ করা না হলে এই নির্মাণের কাজ চালু হবে না এমনটাই জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Cooch Behar news