কোচবিহার: কোচবিহার জেলার দক্ষিণ খাপাইডাঙা এলাকায় দীর্ঘ বহু সময় ধরে রাস্তার একেবারেই বেহাল দশা। দীর্ঘ প্রায় ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। একটা সময় রাস্তাটিতে পাথর ফেলে সংস্কার করার চেষ্টা করা হয়েছিল। তবে তার পরবর্তী সময়ে রাস্তাটিকে পাকা আর করে তোলা সম্ভব হয়নি।
বর্তমান সময়ে দৈনন্দিন এই কষ্ট সহ্য করেই নিত্য চলাচল করতে হচ্ছে এই এলাকার মানুষদের। রাস্তার তীব্র সমস্যা নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মেলেনি কোন সুরাহা। বর্তমান সময়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয় মানুষদের জীবন প্রায় ওষ্ঠাগত।
আরও পড়ুন- নামমাত্র টাকা ব্যয়ে চাষ, ঘরে আসছে হাজার হাজার টাকা! নয়া 'এই' চাষই পথ দেখাচ্ছে
বর্তমান সময়ে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে চলাচল করতে হলে, সমস্যা আরও কয়েক গুণ বেড়ে ওঠে। তবে বছরের অন্যান্য মরশুমে পরিস্থিতি কিছুটা চলাচলের যোগ্য থাকলেও। বর্ষার মরশুমে গোটা রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে যায়।
আরও পড়ুন- সেই শীতলকুচি! জমি বিবাদের জেরে কি এমন ঘটল? থমথমে গোটা এলাকা
মরশুমের এই সময়টি হল যেকোনো কিছু সংস্কার করার আদর্শ সময়। কারণ এই সময় বর্ষার জল নিয়ে কোন সমস্যা তৈরি হয়না। তাই যদি এই রাস্তাটিকে সংস্কার করতে হয়। তবে এই মরশুমে এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করতে হবে। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সরকারের কাছে এলাকার স্থানীয় মানুষদের দাবি, দ্রুত যাতে এই রাস্তাটিকে সংস্কার করা হয়।
এলাকার এক স্থানীয় বাসিন্দা প্রমোদ রঞ্জন ভৌমিক জানান, দীর্ঘ সময় ধরে এলাকার এই রাস্তাটির একেবারেই বেহাল দশা। বহুবার অভিযোগ জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত স্তরে। তবে কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সময়ে এলাকার মানুষেরা ক্ষুব্ধ হয়ে রয়েছেন গোটা বিষয়টি নিয়ে। এই পথ দিয়ে চলাচল করতে প্রাণ একেবারেই ওষ্ঠাগত হয়ে ওঠে সকলের। তার ওপরে যদি রোগী নিয়ে চলাচল করতে হয় তবে তো কোন কথাই নেই। এলাকার মানুষদের দীর্ঘ সময়ের দাবি এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করা হোক। সামনের আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাস্তাটিকে যদি দ্রুত সংস্কার করা হয়, তবে স্থানীয়রা দীর্ঘ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
Sarthak Panditনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Cooch Behar news