হোম /খবর /কোচবিহার /
মেলায় স্বল্প পোশাকে উদ্দাম নাচে মাতলেন সুন্দরীরা, হাজির গ্রামবাসীরা, তারপর যা হল

Cooch Behar News: মেলায় স্বল্প পোশাকে উদ্দাম নাচে মাতলেন সুন্দরীরা, হাজির গ্রামবাসীরা, তারপর যা হল...

X
নাচের [object Object]

এলাকার অধিকাংশ বাসিন্দাদের মত, অশ্লীল ধরনের চিত্রহার যেন এই মেলায় দেখানো না হয়

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বামনহাট: কোচবিহার জেলার বামনহাট এলাকার অন্তর্গত মাধাইখাল অঞ্চলের কালী পুজোর মেলা শুরু হয়েছে। প্রাচীন ঐতিহ্যবাহী এই মেলা এই বছর ৭১ বছরে পদার্পণ করেছে। এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে ওপার বাংলার ইতিহাস। ১৫ দিন ব্যাপী এই মেলায় বিভিন্ন দোকান বসে। এছাড়াও বসে নাগরদোলা থেকে শুরু করে সার্কাস। তবে এ'বছর এই মেলায় নতুন আকর্ষণ 'চিত্রহার' আর এই 'চিত্রহার' নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, '' ঐতিহ্যবাহী এই মেলায় কী করে চিত্রহার বসে? এখানে যে ধরনের নাচ দেখানো হয়, তা এই মেলার ঐতিহ্য ক্ষুন্ন করবে।''

এলাকার এক স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন জানান, "দীর্ঘ প্রাচীন ঐতিহ্যবাহী এই মেলায় দূরদূরান্তের বহু মানুষ ভিড় জমান। তবে এই মেলায় যে চিত্রহার এসেছে তা মেলার ঐতিহ্যকে ক্ষুন্ন করবে। চিত্রাহার-এর মধ্যে যে ধরনের অশ্লীল নাচ দেখানো হয়, তা মেলার ঐতিহ্যের সঙ্গে একেবারেই মেলে না। মেলা কমিটি ও প্রশাসনের উচিত এই ধরনের নাচ মেলায় না দেখানোর ব্যবস্থা করা।" এলাকার আরেক বাসিন্দা অখিল চন্দ্র বর্মন জানান, "একটা সময় চিত্রহার বহু মানুষে দেখতেন। তখন চিত্রাহার এতটা অশ্লীল ছিল না। ইদানীং পরিবারের লোকের সাথে চিত্রহার দেখতে আসলে রীতিমত লজ্জায় পড়তে হয়।''

এলাকার অধিকাংশ বাসিন্দাদের মত, অশ্লীল ধরনের চিত্রহার যেন এই মেলায় দেখানো না হয়। মেলা কমিটির সভাপতি সুশীল কুমার কর্মকার বলেন, "ইতিমধ্যেই স্থানীয়রা চিত্রাহারের বিষয়ে আবেদন জানিয়েছেন মেলা কমিটির কাছে। মেলা কমিটির পক্ষ থেকে চিত্রহারের শিল্পীদের  জানানো হয়েছে, যেন অশ্লীল কোনও নাচ দেখানো না হয়।''

Sarthak Pandit

Published by:Rukmini Mazumder
First published:

Tags: North bengal news