কোচবিহার: কয়েকদিন আগেই ভুট্টা খেতে হানা দিয়েছিল বাইসন, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ঘোকসাডাঙা এলাকায়। দিন কয়েকের মধেই বাইসনের হানায় কোচবিহারে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্যানা বর্মন। বাইসনের আক্রমণে জখম হয়েছেন ওই এলাকারই আরও ২ জন। ঘটনায় ভয় কাঁটা গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ ও বনকর্মীর আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কোচবিহার ১ নং ব্লকের হাঁড়িভাঙা এলাকায় হানা দেয় দুটি বাইসন। বাইসনের আক্রমণে গুরুতর জখম হন প্যানা বর্মন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে কোচবিহার মহারাজা জীতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় আরও দুই বাসিন্দা গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
বন দফতর ও পুলিশ সূত্রে জানা যায়, আপাতত বাইসন দুটিকে কাবু করার চেষ্টা চালানো হচ্ছে। বন দফতরের অভিজ্ঞ কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কী করে বাইসনদুটি এলাকায় ঢুকে পড়ল? সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এলাকায় যাতে আর অন্য কারও বিপদ না ঘটে, সেই বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। বন দফতর জানিয়েছে, দ্রুত বাইসন দুটিকে আটক করে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal