হোম /খবর /কোচবিহার /
শীতলকুচির খুনের পর ফের ভয়ঙ্কর ঘটনা কোচবিহারে!

Cooch Behar News: ছুরি নিয়ে ভাইপোদের ওপর চড়াও কাকা! পরের ঘটনা মর্মান্তিক

ছুরি নিয়ে ভাইপোদের ওপর চড়াও কাকা! পরের ঘটনা মর্মান্তিক

ছুরি নিয়ে ভাইপোদের ওপর চড়াও কাকা! পরের ঘটনা মর্মান্তিক

পারিবারিক ঝামেলার জেরে সম্পর্কে কাকার হাতে আক্রান্ত হলেন ওই দুই ব্যক্তি। গুরুতর আশঙ্কাজনক জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় মানুষেরা। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মাথাভাঙা: শীতলকুচির খুনের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ছুরির আঘাত একই পরিবারের দুই ব্যক্তির উপর। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ২ নং ব্লকের আঙ্গারকাটা ১১ মাইল এলাকায়। পারিবারিক ঝামেলার জেরে সম্পর্কে কাকার হাতে আক্রান্ত হন ওই দুই ব্যক্তি। গুরুতর আশঙ্কাজনক জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয় মানুষেরা। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে রীতিমত তীব্র চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

যদিও বর্তমানে ছুরির আঘাতে গুরুতর আহত দুই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানতে পারা গিয়েছে। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "পারিবারিক শত্রুতার জেরে আচমকাই কাকা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন ওই দুই ব্যক্তির ওপর। ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয় ওই দুই ব্যক্তিকে। সম্পর্কে কাকা জনৈক ওই ব্যক্তির নামে আগেও একাধিক মামলা রয়েছে। এই ঘটনার কারণে আহতদের পরিবারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আবার মামলা করা হয়েছে ঘোকসাডাঙা থানায়।"

আরও পড়ুন: প্রেমিকার বাড়িতে ছুরি নিয়ে ঢুকল প্রেমিক, ফালাফালা করে ফেলল বাবা-মাকে! ভয়ে কাঁপছে কোচবিহার

তবে পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয়ে আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা করা হয়েছে ঘোকসাডাঙা থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।"

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শীতলকুচিতে প্রণয় ঘটিত কারনে খুন হতে হয়েছে একই পরিবারের তিন জনকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই ধরনের ঘটনা ঘটার ফলে গোটা কোচবিহারে তুমুল শোরগোল শুরু হয়েছে।

Sarthak Pandit

Published by:Ankita Tripathi
First published:

Tags: Cooch Behar news, Crime