হোম /খবর /কোচবিহার /
বাইকে সজোরে ধাক্কা বাসের! দাউদাউ করে জ্বলে উঠল আগুন! তারপর...

Cooch Behar Accident|| বাইকে সজোরে ধাক্কা বাসের! দাউদাউ করে জ্বলে উঠল আগুন! তারপর...

কোচবিহারে দুর্ঘটনা।

কোচবিহারে দুর্ঘটনা।

Cooch Behar Accident: বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা বেসরকারি বাসের। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাইক চালকের।

  • Share this:

মাথাভাঙা: সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা বেসরকারি বাসের। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে মাথাভাঙা ১ নং ব্লকের শিকারপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম তচু মিঁয়া (৪৫) মাথাভাঙ্গার বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।

এ দিন জামাইয়ের মোটরসাইকেল নিয়ে বৈরাগীর হাট এলাকা থেকে মাথাভাঙ্গার দিকে আসছিলেন ওই বাইক আরোহী, সেইসময় শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে আসা দিনহাটা শিলিগুড়ি একটি বেসরকারি বাস ওই বাইকটিকে ধাক্কা মারে।

আরও পড়ুনঃ এখনও রোজ বাজছে সাইরেন! যুদ্ধের পর কেমন আছে ইউক্রেন? আজকের ছবি দেখালেন মেডিক্যাল পড়ুয়া নেহা

স্থানীয় বাসিন্দা সাগর বর্মন জানান, মাথাভাঙা থেকে শিলিগুড়ি যাওয়ার সময় একটি সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইকে মুখোমুখি ধাক্কা মারে। এরপর বাইকটি বেশ কিছুদূর পর্যন্ত পিষে টেনে নিয়ে গেলে, তাতে আগুন ধরে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পরই পলাতক গাড়ির চালক।

এ দিন দুর্ঘটনার পর স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে। রাস্তার দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বেশ কিছুক্ষন বন্ধ ছিল যানবাহন চলাচল। পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে।

রাজেশ দাস

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bus Accident, Cooch behar