হোম /খবর /কোচবিহার /
বাসন্তী মেলা শেষ হতেই ভয়ানক কাণ্ড! আতঙ্কে এলাকার মানুষ! কী ঘটল শীতলকুচিতে

Cooch Behar News: বাসন্তী মেলা শেষ হতেই ভয়ানক কাণ্ড! আতঙ্কে এলাকার মানুষ! কী ঘটল শীতলকুচিতে

শীতলকুচি থানা

শীতলকুচি থানা

শীতলকুচির ব্লক চত্বরে অনুষ্ঠিত হচ্ছিল বাসন্তী মেলা। আর সেই মেলা শেষ হতেই মেলা চত্বর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

শীতলকুচি: কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচির ব্লক চত্বরে অনুষ্ঠিত হচ্ছিল বাসন্তী মেলা। আর সেই মেলা শেষ হতেই মেলা চত্বর থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। আচমকাই ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। এটি খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "শুক্রবার রাতেই শেষ হয় বাসন্তী মেলা। শনিবার সকালে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের গিরিধারী বাসন্তী মেলা এলাকা থেকে উদ্ধার হয় মৃতদেহ। শনিবার সকালে স্থানীয়রা মেলার রাস্তার পাশেই এক দোকানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত খবর পাঠানো হয় শীতলকুচি থানার পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।"

শীতলকুচি থানার পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "গতকাল বাসন্তী মেলা শেষ হয় ওই এলাকায়। এবং আজ সকালে এলাকার স্থানীয় মানুষেরা মেলার পাশের একটি দোকানের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো

আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে

পুলিশের কাছে খবর আসলে পুলিশ গিয়ে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে সেই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। তবে শীতলকুচি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।"

Sarthak Pandit

Published by:Uddalak B
First published:

Tags: North Bengal