হোম /খবর /কোচবিহার /
কোচবিহারবাসীর প্রাণের মদনমোহন বাড়ির সামনের অংশে সৌন্দর্যায়নের কাজ

Coochbehar News: মদনমোহন বাড়ির সামনের অংশে চলছে সংস্কার কাজ

X
সাজিয়ে [object Object]

মদনমোহন মন্দিরে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। শুধুমাত্র কোচবিহারের মানুষ নয়, দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন।

  • Share this:

কোচবিহার: ঐতিহ্যবাহী মদনমোহন বাড়িতে থাকেন জেলার মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন। এই বাড়ি এবং মদনমোহন মন্দির আগেই হেরিটেজ ঘোষণা করেছে প্রশাসন। এবার সেই মদনমোহন বাড়ির সামনের অংশ সৌন্দর্যায়নের কাজে হাত দেওয়া হয়েছে। মদনমোহন বাড়ির সামনের রাস্তা কিছুদিন আগেই খুঁড়ে সংস্কার করা হয়েছে। এবার সেই রাস্তার পাশের নিকাশি নালা ও ফুটপাথের অংশ সংস্কার করার কাজ চলছে। কাজটি শেষ হলে মদনমোহন বাড়ির সামনের সৌন্দর্য্য আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে প্রশাসনিক কর্তাদের অভিমত।

আরও পড়ুন: কচুরিপানায় ভরেছে নদী, চর্মরোগের ভয়ে জলে নামছেন না গ্রামবাসীরা

কোচবিহারের বাসিন্দা অর্ঘ্য গুপ্ত বলেন, রাজ আমলে কোচবিহারের প্রাণকেন্দ্রে স্থাপিত হয়েছিল মদনমোহন বাড়ি। এখানকার মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। আবেগের জায়গা এই মদনমোহন বাড়ি। তাই এই মন্দিরের সামনের অংশের সংস্কার কাজ চলার কারণে কোচবিহারের মানুষ অত্যন্ত খুশি। প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত সঠিক পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

মদনমোহন বাড়ির সামনের দুই ব্যবসায়ী তপন দাস ও বিষ্ণু বর্মন জানান, এই মন্দিরের প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। শুধুমাত্র কোচবিহারের মানুষ নয়, দূর-দূরান্ত থেকেও অনেকে আসেন। তাই এই জায়গাটির সৌন্দর্যায়নের সিদ্ধান্ত একদম সঠিক। জানা গিয়েছে মদনমোহন বাড়ির সামনের অংশ সংস্কারের পাশাপাশি দর্শনার্থীদের গাড়ি রাখার জন্য পাশেই গড়ে তোলা হবে একটি পার্কিং এরিয়া। সবমিলিয়ে প্রশাসনের সিদ্ধান্তে দারুণ খুশি কোচবিহারের মানুষ‌ বেশ দ্রুত গতিতেই এই সংস্কারের কাজ চলছে। আর কিছুদিনের মধ্যেই পুরোটা সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সার্থক পণ্ডিত

Published by:kaustav bhowmick
First published:

Tags: Coochbehar News