#কোচবিহার: তামাক মিশ্রিত গুটকা কিংবা পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা করা হয়েছে সরকারি পক্ষ থেকে। তবু সে সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোচবিহার শহর এবং শহরতলীর বিভিন্ন দোকানে তামাকের প্যাকেট সহ গুটকা ও পান মশলা বিক্রি চলছে আবাদে। এরা যে তামাক গুটকা মিশ্রিত পান মশলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে বারংবার প্রচার করা হচ্ছে। তবুও এ রাজ্যের হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই দেদার বিকোচ্ছে করছে তামাক সামগ্রী। বিষয়টি নিয়ে সদর মহকুমা শাসক রাকিবুর রহমান বলেন, \"এ বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টা নিয়ে আরো কড়া পদক্ষেপ নিচ্ছি। দ্রুত এ সমস্ত জিনিস বিক্রি বন্ধ করে দেওয়া হবে। প্রচারের পাশাপাশি বিভিন্ন দোকানে গিয়ে আমার নিজেরা সেগুলি খতিয়ে দেখছি।\" তামাক মিশ্রিত গুটকা বিক্রি নিষিদ্ধ হলেও। ঘুর পথে গুটকা সঙ্গে আলাদাভাবে তামাক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ কোচবিহারবাসীর একাংশের। এই সমস্ত বিষয় নিয়ে বারংবার প্রশ্ন তুলছেন অনেকে।
প্রসঙ্গত, বিগত কিছুদিন আগেও প্রশাসন অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ করার তামাকজাত সামগ্রী বাজেয়াপ্ত করে। কিন্তু তারপরও এ সমস্ত সামগ্রী বিক্রি কমেনি। কোচবিহার যুব সমাজের একাংশ এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল চত্বরের সামনে এই সমস্ত গুটকা এবং তালাক মিশ্রিত পান মশলা বন্ধের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন কোচবিহারের সাধারণ নাগরিকদের অনেকেই।
আরও পড়ুনঃ হেরিটেজ শহর কোচবিহারে ধুঁকছে ঐতিহ্যের নিদর্শন! উদাসীন জেলা প্রশাসননাম প্রকাশে অনিচ্ছুক একজন বয়স্ক নাগরিক জানান, \"যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল চত্বরে আশেপাশেই এভাবে প্রকাশ্যে তামাকজাত পণ্যের প্যাকেট ঝুলছে বিভিন্ন দোকানে। তার ফলে যুব সমাজের ক্ষতি হচ্ছে। স্কুল বা কলেজের কাছাকাছি তামাক যত পণ্য বিক্রি হওয়ায় ছোটদের মধ্যেও গুটকা-পান মশলা খাওয়ার চল দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই অন্ধকারে বিভিন্ন পৌর এলাকা! সমস্যায় বাসিন্দারাএবং এই সমস্ত বিষয় সত্যিই অনুচিত। যেভাবে ছোটরা এসবের প্রতি আসক্ত হয়ে পড়ছে দিনে দিনে। কোচবিহার প্রশাসনের উচিত লাগাতার অভিযান চালিয়ে এ বিষয়টি বন্ধ করে দেওয়া।\"
Sarthak Panditনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar