হোম /খবর /কোচবিহার /
স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে ২৫ হাজার নগদ ও রূপোর গয়না চুরি! তীব্র চাঞ্চল্য

Cooch Behar News: স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে ২৫ হাজার নগদ ও রূপোর গয়না চুরি! তীব্র চাঞ্চল্য

স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে টাকা ভর্তি ব্যাগ ও রূপোর গয়না চুরি!

স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে টাকা ভর্তি ব্যাগ ও রূপোর গয়না চুরি!

Cooch Behar News: এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে ব্যাগে থাকা টাকা ও দোকানে থাকা রূপোর গয়না চুরি করে পালাল চোর। জনৈক ওই ব্যবসায়ীর ব্যাগের মধ্যে মোট নগদ ২৫ হাজার টাকা ছিল।

  • Share this:

#মাথাভাঙা: দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল মাথাভাঙা ২ নং ব্লকের রমঠেঙা বাজারে। রাজু দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে ব্যাগে থাকা টাকা ও দোকানে থাকা রূপোর গহনা চুরি করে পালাল চোর। জনৈক ওই ব্যবসায়ীর ব্যাগের মধ্যে মোট নগদ ২৫ হাজার টাকা ছিল। প্রকাশ্যে দোকানের ভেতর থেকে এই ভাবে চুরির ঘটনায় এলাকার অন্য ব্যবসায়ীরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন। এলাকার অন্যান্য ব্যবসায়ীরা ও স্থানীয় মানুষেরা দোকানে ভিড় জমাতে শুরু করেন। যদিও এই ঘটনা ঘটার পরেই খবর পাঠানো হয় ঘোকসাডাঙা থানার পুলিশের কাছে।

আরও পড়ুন: একই দিনে উত্তরপাড়ার দু’টি দোকানে চুরি, নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা

জনৈক ওই স্বর্ণ ব্যবসায়ী রাজু দাস জানান, তিনি দোকানের ভেতরে তাঁর একটি ব্যাগে নগদ পঁচিশ হাজার টাকা রেখেছিলেন। এছাড়াও দোকানের মধ্যে ছিল বেশ কিছু রূপোর গয়না। তিনি কিছু কাজের জন্য দোকানের বাইরে বেরিয়েছিলেন। সেই সুযোগে চোর সমস্ত কিছু চুরি করে পালিয়ে যায়। দোকানে ঢুকে মালিক দোকানের মেঝেতে কিছু পায়ের ছাপ দেখতে পান। তারপর তিনি দেখেন, দোকানের সমস্ত জিনিস চুরি গিয়েছে। তিনি দ্রুত খবর দেন মাথাভাঙা থানায়। পুলিশ দোকানে এসে গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং গোটা দোকানটি পরিদর্শন করে দেখে।

মাথাভাঙা ২ নং ব্লক রামঠেঙা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মদন দাস জানান, ‘‘প্রকাশ্যে এই ধরনের চুরির ঘটনা সত্যিই নিন্দনীয়। এবং আগামী দিনে ব্যবসায়ীদের সুবিধার্থে বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা দ্রুত করা হবে।’’ ঘোকসাডাঙা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে যে চুরির ঘটনা ঘটেছে, সেই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা করে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দোকানের যাবতীয় বিষয় খতিয়ে দেখেছে। দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

Sarthak Pandit

Published by:Teesta Barman
First published:

Tags: Cooch Behar news, Theft