#কলকাতা: বিশ্ব বাংলায় বিশ্ব সিনেমা ৷ সাত দিন ব্যাপি সিনেমার মেলায় মেতে উঠেছিল কলকাতার চলচ্চিত্র প্রেমী মানুষ ৷ নজরুল মঞ্চে জমজমাট অনুষ্ঠানে শেষ হল ২৩ তম কলকাতা চলচ্চিত্র অনুষ্ঠান৷ আর সেই মঞ্চেই বেছে নেওয়া হল এ বছরের সেরা ছবিকে ৷ পুরস্কৃত করা হল বিশিষ্টদের ৷ এখ নজরে দেখে নিন সেরার তালিকা ৷
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার সেরা ছবির পুরস্কার- লস পেরোস (ফ্রান্স), পরিচালক-মার্সেলা ৷
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার সেরা পরিচালক- আসা হেলগা, ছবি- সোয়ান (আইসল্যান্ড)
জুরি স্পেশাল সেরা ছবি- কুপাল (ইরান), পরিচালক- কাজেম মোলাই
হিরালাল সেন পুরস্কার- সেরা ছবি- টু লেট (ভারত) পরিচালক-চেজিয়া রা
হিরালাল সেন পুরস্কার- সেরা পরিচালক ডক্টর ভূমিকরণ দামোদারন, ছবি সাউন্ড অফ সায়েলেন্স (ভারত)
নেটপ্যাক পুরস্কার সেরা ছবি- গুডবাই (কাঠমাণ্ডু), পরিচালক নবীন সুব্বা
নেটপ্যাক সেরা শর্ট ফিল্ম- চাহাত কে গুব্বারে (ভারত), পরিচালক অমৃতাংশু
নেটপ্যাক পুরস্কার সেরা তথ্যচিত্র- মৃত্যুভোজ (ভারত), পরিচালক আকঙ্খা সুধ