#মুম্বই: আ দেখে জারা...কিসমে কিতনা হে দম। রইসে সানি লিওনের স্টেপ...এবার সেই তালে ক্রিস গেইলের ফুটওয়ার্ক ৷ অসম লড়াই ? একদমই না ! উল্টে সানির ঠুমকাকে পাল্লা দিলেন গেইল ৷ আপাদমস্তক সাদা, স্যুটেড-বুটেড ৷ ল্যায়লা ম্যা ল্যায়লায় দুলল ক্যারিবিয়ান কিংয়ের কোমর ৷ ভিডিও কিন্তু সামনে আসতেই ভাইরাল !!!
বোর্ডের সঙ্গে বিবাদ মিটিয়ে জাতীয় দলে ফেরা ক্রিস গেইল খোশ মেজাজেই আছেন। আর তার প্রমাণ পাওয়া গিয়েছে এই নাচের ভিডিওতেই ৷ ল্যায়লা ও ল্যায়লা গানে নেচে সবাইকে তাক লাগিয়ে দিলেন গেইল ৷ নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই মূহূর্তের মধ্যে তা ভাইরাল !
নাচ শেষে ইনস্টাগ্রামে দারুণ এক চ্যালেঞ্জ ছুড়ে বসেন ক্রিস গেইল। আর সেখানে শুধু সানি লিওন নয়, বিশ্বের সব নারীকে তার মতো নাচার জন্য চ্যালেঞ্জ ছুঁড়েছেন ক্যারিবিয়ান তারকা। তিনি বলেন, ‘‘এভাবে যে নাচতে পারবে আমি তাকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেব। সেরা পাঁচটি নাচ আমি আমার পেজে শেয়ার করব ৷ আগামী ২৪ জুলাই বিজেতা ঘোষণা করা হবে। ’’ দেখুন গেইলের সেই নাচ !