#মুম্বই: ওভালে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভরাডুবির পর দেশের মানুষদের সমালোচনার ঝড় ধেয়ে এসেছে বিরাটদের দিকে ৷ টুর্নামেন্টের ফেভারিট মেন ইন ব্লু’রা এভাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে উড়ে যাবেন, তা ভারতীয় সমর্থকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাটদের বিরুদ্ধে অনেকেই অনেক কিছু লিখেছেন ৷ কিন্তু বলিউডের এক অভিনেতা যা লিখলেন, তাতে সবারই চক্ষু চড়কগাছ ৷
2)Virat Kohli should be banned from playing cricket for lifetime for selling pride of 130Cr Indians to Pakistan. He shud be behind the bars.
অভিনেতার নাম কামাল রশিদ খান বা কেআরকে ৷ নামটা শুনলেই তিনি কী বলতে পারেন, তার একটা আন্দাজ করতে পারছেন নিশ্চয় ৷ অতীতেও নানারকম বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোণামে এসেছেন তিনি ৷ বলা বাহুল্য তিনি বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত ৷ এবার তাঁর নিশানায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ ট্যুইটারে কেআরকে লেখেন, ‘‘ ১৩০ কোটি ভারতীয়ের সম্মান বিক্রি করার জন্য কোহলিকে পুরোপুরি ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত। তাঁকে গরাদের পিছনে দেখতে চাই।’’ এরপর আরও যোগ করেন, ‘‘ দলের প্রত্যেক খেলোয়াড়কেই পাকাপাকিভাবে নির্বাসিত করা উচিৎ ভারতীয়দের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য।’’
Loading...
10)Entire Indian team can never get out under 100 runs (Excluding 76 of Pandya) if match is not fixed. All Indian players got out themselvs.