#লখনউ: কটুক্তির প্রতিবাদ জানিয়ে পুলিশ ব্যাটন দিয়ে ইভটিজারদের বেধড়ক পেটালেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে লখনউয়ের গৌতম পল্লী থানার কাছে ৷
রবিবার সন্ধের সময় বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন ওই যুবতী ৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা সেই সময় বাইক করে বেশ কয়েকজন যুবক এসে তাদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত, কটূক্তি করতে শুরু করে ৷
সামনে দাঁড়িয়েছিল পুলিশ ৷ কিন্তু ইভটিজারদের আটকানোর কোনও চেষ্টায় তারা করেনি ৷ বরং সেখানে দাঁড়িয়েছিল দর্শকের মতো ৷
প্রথম এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন যুবতী ৷ কিন্তু তাতেও থামেননি যুবকরা ৷ এরপর সহ্যের সীমা ছাড়িয়ে যায় ৷ অথচ পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছেন না দেখে নিজেই পুলিশের হাত থেকে ব্যাটন কেড়ে নিয়ে গাড়ি গাড়ি থেকে টেনে নামান হেনস্তাকারীদের ৷ এরপর তাদের বেধড়ক মারধর করে উপযুক্ত শিক্ষা দেন যুবতী ৷
পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে এক প্রত্যক্ষদর্শী ৷ এরপর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি ৷
#Watch Girl thrashed molesters with police's baton in Lucknow's Gautam Palli area, Uttar Pradesh (19.03.2017) pic.twitter.com/aB0Ld1AEHc
— ANI UP (@ANINewsUP) March 21, 2017