#নয়াদিল্লি: টার্গেট ২০১৯। সেই লক্ষ্যেই মন্ত্রিসভায় বড়সড় চমক মোদির। ২০১৯ লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় রদবদল সম্পূর্ণ ৷ মোদির মন্ত্রিসভায় ৯ নতুন মুখ আর অন্যদিকে চারজনের পদোন্নতি ৷
মোদির মন্ত্রিসভায় নতুন নয় জনের সকলকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিহারের আরার সাংসদ আর কে সিং-কে শক্তিমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বক্সারের সাংসদ অশ্বিনীকুমার চৌবেকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। প্রাক্তন আইএফএস কর্তা হরদীপ সিং পুরী আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
রাজস্থানের সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত কৃষিমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অবসরপ্রাপ্ত আইএএস কর্তা আলফোন্স কান্নানথানম পর্যটন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন।
উত্তর কান্নাড়ার সাংসদ অনন্ত কুমার হেগড়েকে দক্ষতা ও উৎকর্ষতা উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। নারী-শিশুকল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের সাংসদ বীরেন্দ্র কুমার।