Football World Cup 2018

উপনির্বাচনে পরের পর হারে বিজেপি আসন সংখ্যা লোকসভায় ২৮২ থেকে কমে হল ২৭২

Akash Misra | News18 Bangla
Updated:Mar 14, 2018 08:56 PM IST
উপনির্বাচনে পরের পর হারে বিজেপি আসন সংখ্যা লোকসভায় ২৮২ থেকে কমে হল ২৭২
File Photo
Akash Misra | News18 Bangla
Updated:Mar 14, 2018 08:56 PM IST

#নয়াদিল্লি: অবেশেষে রাজনীতিক দড়ি টানাটানিতে এগিয়ে গেলেন জেডিইউ সভাপতি নিতীশ কুমার ৷ সঙ্গে রইলেন লালু প্রসাদ যাদব ৷ ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ঝড়ে যেভাবে আসন শূন্য হয়েছিলেন তাঁরা ৷ সেই ঘটনার কিছুটা হলেও বদলের আভাস দেখা গেল উত্তরপ্রদেশ, বিহার উপনির্বাচনে ৷ গোরক্ষপুর, ফুলপুরে রীতিমতো মুখ পুড়ল বিজেপির ৷ অন্যদিকে বিহারেও বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির ৷

উপনির্বাচনে পর পর পরাজয়ে যেন বিজেপির অন্দরে অশনি সংকেত ডেকে এনেছে ৷ বুধবার উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শোরগোল ২০১৯-এর লোকসভা নির্বাচনে গেরুয়া ম্যাজিক কী বলবৎ থাকবে ? নাকি অন্য কোনও পালাবদল ঘটতে পারে আগামী লোকসভা ভোটে ৷

গেরুয়া শিবিরে এই দুশ্চিন্তার মেঘ জমেছে লোকসভায় বিজেপির আসন সংখ্যা নিয়ে ৷ প্রথমে যা ছিল ২৮২, বছরের শুরুতে আজমের ও আলওয়ার এবং বুধবার গোরক্ষপুর, ফুলপুর ও বিহারে উপনির্বাচনে পর পর হারের ফলে তা দাঁড়িয়েছে ২৭২-এ ৷ লোকসভায় বিজেপির আসনের এই অঙ্কই কিছুটা হলেও চিন্তার ভাজ ফেলেছে গেরুয়ার অন্দরে ৷ বিরোধীদল মনে করছে, উপনির্বাচনে বার বার পরাজয় আসলে বিজেপির আগ্রাসনের প্রাথমিক ফলস্বরূপ, বাদ বাকি উত্তর মানুষ দেবে ২০১৯-এ লোকসভা নির্বাচনেই ৷

First published: 08:56:46 PM Mar 14, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर