#নয়াদিল্লি: UIDAI এর তরফে আধার ব্যবহারকারীদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ আধার কার্ডে কোনওরকম বদল, আপডেশন বা কারেকশনের সুবিধা দিয়ে থাকে ৷ তবে আধারে কোনও রকমের তথ্য আপডেট করার জন্য ব্যবহারকারীদের জন্য ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক ৷ আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য UIDAI ৪৪ ধরনের ডকুমেন্ট বৈধ বলে মেনে নেয় ৷ এই ৪৪টি ডকুমেন্টের মধ্যে একটি হল ব্যাঙ্ক পাসবুক ৷ সে ক্ষেত্রে আপনি যদি আপনার আধার কার্ডে ঠিকানা বদল করতে চান তাহলে ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমেও সেটি করা যেতে পারে ৷ ব্যাঙ্ক পাসবুকে আপনার ছবি এবং ব্যাঙ্ক আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে ৷
#AadhaarUpdateChecklist Using Bank Passbook for Address update in Aadhaar? Ensure that your photo in the passbook is stamped & signed by the bank. Without this, it is not considered a valid document. UIDAI accepts 44 other documents as proof of address (https://t.co/peDkUsdDBZ) pic.twitter.com/ngp4uNzbyd
— Aadhaar (@UIDAI) September 3, 2020
আর কোন কোন ডকুমেন্টের মাধ্যমে ঠিকানা আপডেট করতে পারবেন ?পাসপোর্ট, রেন্ট এগ্রিমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, টেলিফোন বিল, ইলেক্ট্রিসিটি বিল, জলের বিল, ভোটার আইডি ৷ ৪৪ টি ডকুমেন্ট সম্বন্ধে UIDAI এর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ৷
অনলাইন কীভাবে আধার কার্ডে আপডেট করবেন ঠিকানা ?
প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে My Adhaar ট্যাবে যান ৷ ড্রপডাউন মেনুতে দ্বিতীয় নম্বরে রয়েছে Udate Your Aadhaar গিয়ে তার ড্রপডাউন মেনুর তৃতীয় নম্বর অপশন Update your address online এ ক্লিক করুন ৷
এখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷ নীচে গিয়ে Proceed to Update Address-এ ক্লিক করুন ৷ এরপর আরও একটি নতুন পেজ খুলে যাবে ৷
এই পেজে সবচেয়ে প্রথমে আপনার আধার কার্ড নম্বর, ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে নীচে Send OTP তে ক্লিক করুন ৷ এরপর আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে আসবে ৷
ওটিপি এন্টার করার পর Data Update Request এ ক্লিক করুন ৷ এরপর ঠিকানার অপশনে ক্লিক করে নতুন ঠিকানা দিতেই আপনার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card