হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এবার ব্যাঙ্কের পাসবুক থেকেই আপডেট করতে পারবেন আধার কার্ড

এবার ব্যাঙ্কের পাসবুক থেকেই আপডেট করতে পারবেন আধার কার্ড

আপনার আধার কার্ডে ঠিকানা বদল করতে চান তাহলে ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমেও সেটি করা যেতে পারে ৷ তার জন্য অবশ্যই ব্যাঙ্ক পাসবুকে আপনার ছবি এবং ব্যাঙ্ক আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: UIDAI এর তরফে আধার ব্যবহারকারীদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ আধার কার্ডে কোনওরকম বদল, আপডেশন বা কারেকশনের সুবিধা দিয়ে থাকে ৷ তবে আধারে কোনও রকমের তথ্য আপডেট করার জন্য ব্যবহারকারীদের জন্য ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক ৷ আধার কার্ডে ঠিকানা বদল করার জন্য UIDAI ৪৪ ধরনের ডকুমেন্ট বৈধ বলে মেনে নেয় ৷ এই ৪৪টি ডকুমেন্টের মধ্যে একটি হল ব্যাঙ্ক পাসবুক ৷ সে ক্ষেত্রে আপনি যদি আপনার আধার কার্ডে ঠিকানা বদল করতে চান তাহলে ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমেও সেটি করা যেতে পারে ৷ ব্যাঙ্ক পাসবুকে আপনার ছবি এবং ব্যাঙ্ক আধিকারিকের স্বাক্ষর থাকতে হবে ৷

একটি ট্যুইটের মাধ্যমে UIDAI এর তরফে আধার কার্ড হোল্ডারদের এই বিষয়ে জানানো হয়েছে ৷ ট্যুইটে লেখা ছিল,‘আপনিও কী ব্যাঙ্ক পাসবুকের মাধ্যমে আধার কার্ডে ঠিকানা বদল করতে চান ? এরকম হলে সবচেয়ে আগে সুনিশ্চিত করুন যে পাসবুকে আপনার ছবি, ব্যাঙ্কের স্ট্যাম্প ও আধিকারিকের স্বাক্ষর রয়েছে ৷ এই তিনটে জিনিস ছাড়া ব্যাঙ্ক পাসবুক ভ্যালিড ডকুমেন্ট হিসেবে মানা হবে না ৷ পাসবুক ছাড়া ৪৪ টি অন্য ডকুমেন্টের মাধ্যমেও আধারের ঠিকানা আপডেট করতে পারবেন ৷’

আর কোন কোন ডকুমেন্টের মাধ্যমে ঠিকানা আপডেট করতে পারবেন ?পাসপোর্ট, রেন্ট এগ্রিমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, টেলিফোন বিল, ইলেক্ট্রিসিটি বিল, জলের বিল, ভোটার আইডি ৷ ৪৪ টি ডকুমেন্ট সম্বন্ধে UIDAI এর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ৷

অনলাইন কীভাবে আধার কার্ডে আপডেট করবেন ঠিকানা ?

প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে My Adhaar ট্যাবে যান ৷ ড্রপডাউন মেনুতে দ্বিতীয় নম্বরে রয়েছে Udate Your Aadhaar গিয়ে তার ড্রপডাউন মেনুর তৃতীয় নম্বর অপশন Update your address online এ ক্লিক করুন ৷

এখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷ নীচে গিয়ে Proceed to Update Address-এ ক্লিক করুন ৷ এরপর আরও একটি নতুন পেজ খুলে যাবে ৷

এই পেজে সবচেয়ে প্রথমে আপনার আধার কার্ড নম্বর, ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে নীচে Send OTP তে ক্লিক করুন ৷ এরপর আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে আসবে ৷

ওটিপি এন্টার করার পর Data Update Request এ ক্লিক করুন ৷ এরপর ঠিকানার অপশনে ক্লিক করে নতুন ঠিকানা দিতেই আপনার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Aadhaar card