#নয়াদিল্লি: দেশের কোটি কোটি কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে সুদ দেওয়া শুরু করে দিয়েছে সরকার ৷ আর্থিক বছর ২০১৯-২০-র জন্য ইপিএফও সেভিংসে সরকার ৮.৫ শতাংশ হিসেবে সুদ দিচ্ছে ৷ পিএফ অ্যাকাউন্টে সুদ এসেছে কিনা বাড়িতে বসেই আপনি চেক করতে পারবেন ৷ সুদের টাকা ক্রেডিট না হয়ে থাকলে আপনি তার অভিযোগও জানাতে পারবেন ৷
Umang App এর মাধ্যমে চেক করুন আপনার ব্যালেন্স- সবার প্রথমে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে ৷ এরপর আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে এন্টার করতে হবে ৷ টপ লেফ্ট কর্নারে মেনুতে গিয়ে ‘Service Directory’-তে EPFO অপশন সার্চ করে ক্লিক করতে হবে ৷ এখানে View Passbook গিয়ে UAN নম্বর ও ওটিপি-র মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন ৷
EPFO পোর্টাল - এই পোর্টালের মাধ্যমে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন ৷ এর জন্য ওয়েবসাইটে লগইন করতে হবে ৷ এছাড়া epfindia.gov.in -এ ই-পাসবুকের জন্য ক্লিক করুন ৷ একটি নতুন পেজ খুলে যাবে ৷ এখানে আপনার ইউজার নাম (UAN नंबर), পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিতে হবে ৷ এরপর নতুন পেজ খুলে যাবে যেখানে আপনার সমস্ত ডিটেল জমা দিতে হবে ৷ এবার আপনার মেম্বর আইডি-র সিলেকশন করতে হবে ৷ এরপর আপনার ব্যালেন্স দেখতে পারবেন ৷
মিসড কলের মাধ্যমে চেক করুন ব্যালেন্স- এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এখানেও আপনার ইউএএন নম্বর, প্যান ও আধার লিঙ্ক হওয়া জরুরি ৷ এই নম্বরে মিসড দেওয়ার পর আপনার কাছে ব্যালেন্স সংক্রান্ত মেসেজ চলে আসবে ৷
SMS এর মাধ্যমে জেনে নিন ব্যালেন্স- এর জন্য আপনার UAN নম্বর EPFO এর সঙ্গে রেজিস্টার্ড থাকতে হবে ৷ আপনাকে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN ENG’ লিখে মেসেজ পাঠাতে হবে ৷ এই পরিষেবা ইংরেজি, হিন্দি, পঞ্জাবি-সহ ১০ টি আলাদা আলাদা ভাষা সাপোর্ট করে থাকে ৷
EPFO অ্যাকাউন্টে সুদ ক্রেডিট না হলে এখানে জানান অভিযোগ- এর জন্য আপনাকে https://epfigms.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷ এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে Register Grievance-এ ক্লিক করতে হবে ৷ এরপর পিএফ মেম্বর, ইপিএফ পেনশনার্স, এম্পলায়র থেকে নিজের স্ট্যাটাস সিলেক্ট করুন ৷ পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য পিএফ মেম্বর সিলেক্ট করুন ৷ এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর UAN ও সিকিউরিটি কোড দিয়ে Get Details এ ক্লিক করুন ৷ UAN লিঙ্কড অ্যাকাউন্ট সংক্রান্ত ব্যক্তিগত তথ্য সামনে চলে আসবে ৷
এরপর Get OTP-তে ক্লিক করুন ৷ আপনার রেজিস্টার্ড মোবাইলে চলে আসবে ওটিপি ৷ ওটিপি সাবমিট করে পার্সোনাল ডিটেল দিয়ে পিএফ নম্বরে ক্লিক করুন ৷ চলে আসবে একটি পপ আপ ৷ জরুরি তথ্য ও ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতেই অভিযোগ দায়ের হয়ে যাবে ৷ অভিযোগের রেজিস্ট্রেশন নম্বর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেলে চলে আসবে ৷