হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
রেশন কার্ড নিয়ে বড় খবর, এই কাজ করার শেষ তারিখ ৩০ জানুয়ারি!

রেশন কার্ড নিয়ে বড় খবর, এই কাজ করার শেষ তারিখ ৩০ জানুয়ারি!

বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডে রেশন কার্ড তৈরির কাজ জোরকদমে চলেছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশের একাধিক জায়গায় রেশন কার্ড তৈরির কাজ জোর কদমে চলছে ৷ নতুন রেশন কার্ড তৈরির পাশাপাশি পুরনো কার্ড নতুন নাম যুক্ত বা বাদ দেওয়ার কাজও চলছে ৷ আপনার কার্ড যদি কোনও কারণে সাসপেন্ড হয়ে থাকে বা বাতিল করে দেওয়া হয় আপনি ফের সেটি চালু করতে পারবেন ৷ বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন দেশের একাধিক রাজ্যে এই কাজ এখনও চলছে ৷ উত্তরখণ্ডে ৩০ জানুয়ারি পর্যন্ত আপনি আবেদন জানাতে পারবেন ৷ বিহার ও উত্তরপ্রদেশেও অনলাইনে আবেদন জানাতে পারবেন ৷

সূত্রের খবর অনুযায়ী, এবছর থেকে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড যোজনা চালু করে দেওয়া হতে পারে ৷ বেশ কিছু রাজ্যে রেশন কার্ডে থাকা প্রত্যেক সদস্যের আধার কার্ড না দেওয়ার কারণে বেশ কয়েকজনের রেশন কার্ড সাসপেন্ড করে দেওয়া হয়েছে ৷ সঠিক এবং সমস্ত কাগজপত্র না থাকায় অনেকের রেশন কার্ড অটোমেটিক্যালি বাতিল করে দেওয়া হয়েছে ৷ অনেকে আবার কয়েক মাস ধরে রেশন না নেওয়ায় কার্ড সাসপেন্ড করা হয়েছে ৷

কেন্দ্র সরকারের তরফে জাল রেশন কার্ড বাতিল করার জন্য একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ গত বছর সেপ্টেম্বর মাসে ঝাড়খণ্ড সরকার ২ লক্ষ ৮৫ হাজার ২৯৯ টি গ্রিন রেশন কার্ডহোল্ডারদের আবেদন খারিজ করে দিয়েছে ৷ কারণ তারা এই সুবিধা পাওয়ার যোগ্য নয়৷ জানা গিয়েছে, এদের মধ্যে অনেকের পাকা বাড়ি, গাড়ি, সদস্যদের সরকারি চাকরির পাশাপাশি অন্যান্য সদস্যরা পেনশন পেয়ে থাকেন ৷

বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডে রেশন কার্ড তৈরির কাজ জোরকদমে চলেছে ৷ রেশন কার্ডে নাম যুক্ত ও বাতিল করার ফর্ম ফিলআপ করতে হবে ৷ অনলাইনেও আপনি আবেদন করতে পারবেন ৷ এর জন্য অবশ্য আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ভোটার আইডি জমা দিতে হতে পারে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Ration Card