corona virus btn
corona virus btn
Loading

শুধু আমানতকারীদের নয়, ইয়েস ব্যাঙ্ক সংকটে চিন্তা বেড়েছে ফোন পে, ফ্লিপকার্ট, সুইগিরও

শুধু আমানতকারীদের নয়, ইয়েস ব্যাঙ্ক সংকটে চিন্তা বেড়েছে ফোন পে, ফ্লিপকার্ট, সুইগিরও

ইয়েস ব্যাঙ্কের সংকটের কারণে আমানতকারীদের মধ্যে আতঙ্ক তো তৈরি হয়েছেই৷ তবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন ইউপিআই সংস্থার বাণিজ্য ক্ষেত্রেও৷

  • Share this:

#নয়া দিল্লি: ইয়েস ব্যাঙ্কের সংকটের কারণে আমানতকারীদের মধ্যে আতঙ্ক তো তৈরি হয়েছেই৷ তবে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন ইউপিআই সংস্থার বাণিজ্য ক্ষেত্রেও৷ কারণ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের বেশিরভার সংস্থাই ইয়েস ব্যাঙ্কের সঙ্গে মিলিতভাবে কাজ করে থাকে৷ এবারে সেই ব্যাঙ্কেই লেনদেনের কাজে আরবিআই নিষেধাজ্ঞা চাপানোয় মুশকিলে পড়েছে সকলেই৷

আরও পড়ুন: ‘আমানতকারীদের অর্থ সুরক্ষিত, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে’, বললেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস

ফোন পে-র প্রতিষ্ঠাতা ও সিইও সমীর নিগম এদিন সকালেই টুইট করে বলেছে, ‘ফোন পে গ্রাহকদের বলছি, বর্তমান পরিস্থির জন্য আমরা অত্যন্ত দুঃখিত৷ আমাদের সহকারী ব্যাঙ্ক (ইয়েস ব্যাঙ্ক) আরবিআইয়ের নিষেধাজ্ঞার কবলে পড়েছে৷ তবে আমাদের সংস্থা পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে দিনরাত কাজ করছেন৷ আশা করি আর কয়েকঘণ্টার মধ্যে পরিস্থিতি আমরা স্বাভাবিক করতে পারব৷’

ফোন পে একমাত্র সংস্থা নয় যাদের লেনদেনর পরিকাঠামো ইয়েস ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যেতে হবে, রয়েছে আরও অনেক সংস্থা যাদের এই সমস্যার মুখে পড়তে হয়েছে৷ কারণ হিসাবে দেখা যাচ্ছে, শেষ আর্থিক বর্ষে ইউপিআই লেনদেনের পরিমাণ ছিল ১.৩ বিলিয়ন, যার মধ্যে ৫১৪ মিলিয়ন ইয়েস ব্যাঙ্কে লেনদেন করা হয়েছিল৷

ফোন পে-র পাশাপাশি ইয়েস ব্যাঙ্কের ওপর নির্ভরশীল রয়েছে একাধিক ইউপিআই৷ সুইগি, ফ্লিপকার্ট, মেকমাই ট্রিপ, এয়ারটেল, জ্যাবং, মিনত্রা, পিভিআর, ক্লিয়ার ট্রিপ, রেড বাস সহ একাধিক সংস্থা ইয়েস ব্যাঙ্কের ওপর নির্ভরশীল৷ তবে এক্ষেত্রে বাদ রয়েছে গুগল পে৷ কারণ, গুল পে এক্সিস ব্যাঙ্কের ইউপিআই ব্যবহার করে৷

Published by: Uddalak Bhattacharya
First published: March 6, 2020, 2:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर