#নয়াদিল্লি: শুক্রবার দিল্লি হাই কোর্টে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএমসি ব্যাঙ্কে টাকা তোলার সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকার বেশি করা সম্ভব নয় ৷ পঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে (Punjab and Maharashtra Co-operative Bank) হওয়া স্ক্যামের বিষয় সামনে আসার পর আরবিআই ব্যাঙ্কের লিক্যুইডিটি সঙ্কট দেখে এই লিমিট ঠিক করেছে ৷ আরবিআই হাইকোর্টে জানিয়েছে, ২৬ মার্চ ২০২০ পর্যন্ত ডিপোজিট লায়েবিলিটি প্রায় ১০,০০০ কোটি টাকার ছিল ৷ অথচ ব্যাঙ্কের কাছে লিক্যুইড অ্যাসেট প্রায় ২,৯৫৫.৭৩ কোটি টাকার ৷ যা সমস্ত আমানতকারীরা পুরো টাকা তুলতে চাইলে পর্যাপ্ত নয় ৷
কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে কোর্টে জানানো হয়েছে, প্রত্যেক আমানতকারীকে DICGC-র মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভার প্রদান করা হচ্ছে ৷ DICGC ও আরবিআই-এর অধীনে রয়েছে ৷
আরবিআই-এর তরফে জানানো হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রেই যেমন ক্যানসার, হার্ট, কিডনি বা করোনা চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা অথার্ৎ লিমিটের থেকে বেশি টাকা তোলার অনুমতি দেওয়া হচ্ছে ৷
রিজার্ভ ব্যাঙ্কের তরফে কোর্টে জমা এফিডেবিটে জানানো হয়েছে সময় সময়ে টাকা তোলার লিমিট বাড়ানো হয়েছে ৷ ১৯ জুলাই ১ লক্ষ টাকায় ক্যাপিং করা হয়েছে ৷ এরপরও পিএমসি ব্যাঙ্কের প্রায় ৮৪ শতাংশ ডিপোজিটার তাদের পুরো টাকা তুলে নিতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার জন্য নেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reserve Bank of India