হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
অ্যাকাউন্টে কবে আসবে পিএম কিষানের দশম কিস্তির টাকা? জেনে নিন তারিখ

PM-KISAN! অ্যাকাউন্টে কবে আসবে পিএম কিষানের দশম কিস্তির টাকা? জেনে নিন তারিখ

বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন-

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কৃষকদের জন্য বড় সুখবর ৷ সূত্রের খবর অনুযায়ী, সরকারের তরফে পিএম কিষান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দশম কিস্তির টাকা (PM Kisan 10th installment) জারি করার তারিফ ঠিক করে ফেলেছে সরকার ৷ টাকা ট্রান্সফার করার সমস্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷

এখনও পর্যন্ত ১১.৩৭ কোটি কৃষকদের ১.৫৮ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র ৷ ১৫ ডিসেম্বরের মধ্যে পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM KISAN scheme) দশম কিস্তি জারি করার যোজনা তৈরি করেছে ৷ গত বছর ২৫ ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷

আরও পড়ুন: ২ লক্ষ হয়ে যাবে ৪ লক্ষ! পোস্ট অফিসের এই স্কিমে ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে মিলবে ডবল টাকা

কোন কোন মাসে পিএম কিষানের টাকা ট্রান্সফার করা হয় ?

প্রত্যেক আর্থিক বছরের প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর ও মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷

আরও পড়ুন: উৎপাদন শুল্ক কমানোয় ১ লক্ষ কোটি টাকা লোকসান হতে চলেছে কেন্দ্রের !

বাড়িতে বসেই অনলাইনে করে নিন রেজিস্ট্রেশন

  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে
  • অ্যাপ ওপেন করে NEW FARMER REGISTRATION-এ ক্লিক করতে হবে
  • এরপর নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Continue বটনে ক্লিক করতে হবে
  • রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, আইএফএসসি কোড দিতে হবে
  • ফর্ম ফিলআপের পর সাবমিট বটনে ক্লিক করতে হবে ৷ এরপরই পিএম কিষান মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাবে
  • কোনও রকমের প্রশ্ন থাকলে পিএম কিষান হেল্পলাইন নম্বর 155261 / 011-24300606 ব্যবহার করতে পারবেন

আরও পড়ুন: PF অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করল সরকার, অ্যাডভান্স তুলতে চাইলে দেখে নিন কী করতে হবে

রেজিস্ট্রেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?

চাষের জমির কাগজ, আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানার প্রমান পত্র এবং পাসপোর্ট সাইজ ছবি ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: PM Kisan Yojana