#নয়াদিল্লি: দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছিল কেন্দ্র সরকার ৷ এই যোজনায় নথিভুক্ত কৃষকদের বছরে ৬০০০ টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷ ৩১ মে কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ এবার দ্বাদশ কিস্তির অপেক্ষায় রয়েছেন কৃষকরা ৷ জেনে নিন কবে কৃষকদের অ্যাকাউন্টে ১২তম কিস্তির টাকা আসতে চলেছে ৷
প্রথমে যে কাজটা করতে হবে-
আপনিও যদি ১২তম কিস্তির সুবিধা পেতে চান তাহলে সবার প্রথমে করতে হবে ই-কেওয়াইসি ৷ সরকারে তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ই-কেওয়াইসি না করালে মিলবে না ১২তম কিস্তির টাকা ৷
আরও পড়ুন: সোনার গয়না কিনে কী ভুল করছেন ? অবশ্যই জেনে রাখুন সত্যিটা
১২তম কিস্তিতে মিলবে কত টাকা ?
একাদশ কিস্তির পর এবার আগামী কিস্তি অর্থাৎ ১২ তম কিস্তির টাকার অপেক্ষা করছেন দেশের কৃষকরা ৷ কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ট্রান্সফার করবে সরকার ৷
আরও পড়ুন: চাকরিজীবীদের জন্য সব থেকে বড় খবর আসছে! ৫ নয় মাত্র ১ বছর চাকরিতে গ্র্যাচুইটি
কবে আসবে আগামী কিস্তির টাকা ?
নিয়ম অনুযায়ী, ১২তম কিস্তির টাকা অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, অগাস্ট মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে ৷
জারি হয়ে গিয়েছে নোটিস-
অন্যদিকে অবশ্য বেশ কৃষকদের কাছে টাকা ফেরত দেওয়ার নোটিস পাঠানো হয়েছে ৷ যে কৃষকরা অবৈধ ভাবে এই যোজনার সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করে নোটিস পাঠানো হয়েছে৷<
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।