হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
৬০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে সোনা, দেখেনি দীপাবলি পর্যন্ত কত হবে সোনার দাম....

৬০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে সোনা, দেখেনি দীপাবলি পর্যন্ত কত হবে সোনার দাম....

সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ১৯০০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম লাগাতার কমছে ৷ সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX - Multi-Commodity Exchange) সোনার দাম ০.৯ শতাংশ পড়ে ৫০,১৩০ টাকা প্রতি ১০ গ্রামে হয়েছে ৷ রুপোর দাম ০.৮৮ শতাংশ পড়ে ৬০,৬০৫ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷ ৷ অগাস্ট মাসে সোনার দাম ৫৬২০০ টাকা প্রতি ১০ গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ অন্যদিকে রুপোর দাম প্রায় ৮০,০০০ টাকা প্রতি কিলোগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷

সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থার উপরে এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে ৷ সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ১৯০০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল ৷ গত কয়েকদিনে সোনার দামের উপর মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব দেখতে পাওয়া গিয়েছে ৷

করোনা ভাইরাস মহামারীর জেরে বিশ্বজুড়ে বাজারে বড় পতনদেখা গিয়েছে ৷ তবে বর্তমানে সোনার দামে স্থিরতা দেখা গিয়েছে ৷ আর্থিক গতিবিধি শুরু হওয়ার সঙ্গে এখন বাজারে রিকভারি দেখতে পাওয়া গিয়েছে ৷ কারেন্সি ও কমোডিটি বাজারে (Commodity Market) ভাল আর্থিক গতিবিধি দেখতে পাওয়া গিয়েছে ৷ এর জেরেই সরাফা বাজারে সোনার দাম ৩০ সেপ্টেম্বর প্রতি ১০ গ্রামে ৫৬৮৪ টাকা কমেছে ৷ রুপোর দাম প্রায় ১৬০৩৪ টাকা প্রতি কিলোগ্রামে কমেছে ৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোনার দাম কমলেও তা আগের স্তরে কখনই পৌঁছবে না ৷ বর্তমানে সোনার দাম ৫০,০০০ টাকা ও রুপোর দাম ৬০,০০০ টাকার মধ্যে রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন দীপাবলি পর্যন্ত সোনার দাম সেরকম বাড়বে বা কমবে না ৷ দীপাবলিতেও সোনার দাম ৫০ থেকে ৫২ হাজার টাকা প্রতি ১০ গ্রামের মধ্যেই থাকবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Gold Prices