#নয়াদিল্লি: ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম লাগাতার কমছে ৷ সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX - Multi-Commodity Exchange) সোনার দাম ০.৯ শতাংশ পড়ে ৫০,১৩০ টাকা প্রতি ১০ গ্রামে হয়েছে ৷ রুপোর দাম ০.৮৮ শতাংশ পড়ে ৬০,৬০৫ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷ ৷ অগাস্ট মাসে সোনার দাম ৫৬২০০ টাকা প্রতি ১০ গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ অন্যদিকে রুপোর দাম প্রায় ৮০,০০০ টাকা প্রতি কিলোগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷
সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থার উপরে এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে ৷ সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ১৯০০ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল ৷ গত কয়েকদিনে সোনার দামের উপর মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব দেখতে পাওয়া গিয়েছে ৷
করোনা ভাইরাস মহামারীর জেরে বিশ্বজুড়ে বাজারে বড় পতনদেখা গিয়েছে ৷ তবে বর্তমানে সোনার দামে স্থিরতা দেখা গিয়েছে ৷ আর্থিক গতিবিধি শুরু হওয়ার সঙ্গে এখন বাজারে রিকভারি দেখতে পাওয়া গিয়েছে ৷ কারেন্সি ও কমোডিটি বাজারে (Commodity Market) ভাল আর্থিক গতিবিধি দেখতে পাওয়া গিয়েছে ৷ এর জেরেই সরাফা বাজারে সোনার দাম ৩০ সেপ্টেম্বর প্রতি ১০ গ্রামে ৫৬৮৪ টাকা কমেছে ৷ রুপোর দাম প্রায় ১৬০৩৪ টাকা প্রতি কিলোগ্রামে কমেছে ৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোনার দাম কমলেও তা আগের স্তরে কখনই পৌঁছবে না ৷ বর্তমানে সোনার দাম ৫০,০০০ টাকা ও রুপোর দাম ৬০,০০০ টাকার মধ্যে রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন দীপাবলি পর্যন্ত সোনার দাম সেরকম বাড়বে বা কমবে না ৷ দীপাবলিতেও সোনার দাম ৫০ থেকে ৫২ হাজার টাকা প্রতি ১০ গ্রামের মধ্যেই থাকবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Prices