কলকাতা: করোনাকালে আর্থিক সমস্যায় পড়েছেন বহু মানুষ ৷ কারোর চাকরি নেই ৷ তো কারোর ব্যবসায় মন্দা চলছে বহু দিন ধরেই ৷ এই অবস্থায় আর্থিক অবস্থা স্থিতিশীল করতে অনেকের কাছেই ভরসা লটারির খেলা ৷ প্রতিদিনই বহু মানুষ লটারির টিকিট কিনছেন ৷ কেউ জিতছেন, তো কেউ আবার হারছেন ৷ ভাগ্যের খেলায় কেউ হন লাখপতি, তো কেউ অনেক টাকা লোকসানও করেন ৷ তবে ভাগ্য হঠাৎ সহায় হয় কী না, তা দেখতে একবার চান্স নিতে ক্ষতি কোথায় ৷ যাঁরা লটারির টিকিট কেনেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন। আজ, বৃহস্পতিবার ১২ অগাস্ট লটারির ফলাফল জানা যাবে lotterysambadresult.in ওয়েবসাইটে।
এদিন বিকেল ৪টে-তে খেলা হয়েছে পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী লটারি (Dear Bangabhumi Bhagirathi) ৷ একটা সিঙ্গল টিকিটের দাম ৬ টাকা ৷ ভাগ্যবান প্রথম পুরস্কার বিজেতা পাবেন ৫০ লক্ষ টাকা ৷ দ্বিতীয় পুরস্কার ৯০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০০ টাকা ৷ আছে ২৫০ টাকার চতুর্থ এবং ১২০ টাকার পঞ্চম পুরস্কারও ৷ বিশেষ পুরস্কার হিসেবে একজন পাবেন ১০০০ টাকা ৷
কীভাবে দেখবেন ডিয়ার বঙ্গভূমি ভাগিরথী লটারির ফলাফল :
১. গুগলের সার্চবক্সে গিয়ে lotterysambadresult.in এন্টার করুন ।
২. ওয়েস্ট বেঙ্গল লটারি ওয়েব সাইট খুলুন । হাইপারলিঙ্কে ''Lottery Sambad Result 12-08-2021 Dear Bangabhumi Bhagirathi 4 PM Result'' ক্লিক করুন ৷
৪. দেখুন আপনার টিকিট নম্বরে পুরস্কার পেলেন কি না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lottery, Lottery Sambad