হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
২৫৪৫ পদে বিপুল নিয়োগ সরকারের, ৪০ বছর বয়স পর্যন্ত করতে পারবেন আবেদন....

২৫৪৫ পদে বিপুল নিয়োগ সরকারের, ৪০ বছর বয়স পর্যন্ত করতে পারবেন আবেদন....

২৫৪৫ পদের মধ্যে ১৩৭১ পোস্টে মেডিক্যাল অফিসারদের জন্য আর ১১৭৪ পোস্ট জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারদের জন্য ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে জিডিএমও ও মেডিক্যাল অফিসারের পদে নিয়োগ করতে চলেছে সরকার ৷ মোট ২৫৪৫ পদে নিয়োগ করা হবে ৷ ইচ্ছুক প্রার্থীরা ২৯ জুন পর্যন্ত নিয়ম ও যোগ্যতার শর্ত মেনে এই পদে নিয়োগ করতে পারবেন৷ বোর্ডের আধিকারিক ওয়েবসাইট wbhrb.in-এ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে ৷

আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ ২৫৪৫ পদের মধ্যে ১৩৭১ পোস্টে মেডিক্যাল অফিসারদের জন্য আর ১১৭৪ পোস্ট জেনারেল  ডিউটি মেডিক্যাল অফিসারদের জন্য ৷

মেডিক্যাল অফিসারের পদের জন্য অধিকতম বয়স ৪০ বছর ৷ জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পদের জন্য আবেদন করতে চাইলে জানুয়ারি ২০২০ পর্যন্ত আপনার বয়স ৩৬ বছরের বেশি যেন না হয় ৷

আবেদনকারী ২১০ টাকা ফি দিয়ে অনলাইনে ফর্ম জমা করতে পারবেন ৷ নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে ফি জমা দিতে পারবেন ৷ আরও জানতে পশ্চিমবঙ্গ স্বার্স্থ্য দফতরের ওয়েবসাইটে ক্লিক করুন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Government Jobs, Health department, Medical Posts, Recruitment