• Home
 • »
 • News
 • »
 • business
 • »
 • ইউটিউব দেখুন, রোজগার করুন !

ইউটিউব দেখুন, রোজগার করুন !

অবসর সময়ে ভিডিও দেখেও আপনি বাড়তি রোজগার করতে পারেন তা কী জানেন ?

অবসর সময়ে ভিডিও দেখেও আপনি বাড়তি রোজগার করতে পারেন তা কী জানেন ?

অবসর সময়ে ভিডিও দেখেও আপনি বাড়তি রোজগার করতে পারেন তা কী জানেন ?

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে প্রতি মুহূর্তে ৷ আজকের প্রজন্ম বেশিরভাগ সময়ই  ইন্টারনেট সার্ফিংয়ে কাটিয়ে থাকেন ৷ অবসর সময় কাটানোর এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে হয়ে উঠেছে ৷ সোশ্যাল মিডিয়া, ইউটিউবে ভিডিও বা সিনেমা দেখে দিনের অনেকটা সময় ইন্টারনেটে কাটিয়ে থাকেন ৷ তবে অবসর সময়ে ভিডিও দেখেও আপনি বাড়তি রোজগার করতে পারেন তা কী জানেন ? আপনি যদিও সার্ফিং করতে, ইন্টারনেটে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আপনার জন্য সুখবর ৷ এবার ইন্টারনেট সার্ফিং-এর মাধ্যমে রোজগার করতে পারবেন আপনিও ৷ সম্প্রতি ইউটিউব বেশ কয়েকটি অনলাইন চ্যানেল লঞ্চ করেছেন ৷ এই সাইটগুলিতে গিয়ে আপনি ভিডিও দেখলে আপনাকে টাকা দেবে চ্যানেল কর্তৃপক্ষ। এর জন্য আপনাকে লগ ইন করে ভিডিও দেখতে হবে ৷ ভিডিয়োর নীচে কমেন্ট বা  সাজেশন করলে আপনাকে বাড়তি টাকা দেওয়া হবে ৷ পাশাপাশি অন্য কাউকে এই সাইট যদি আপনি রেফার করেন তাহলেও পেতে পারেন অতিরিক্ত কমিশন। এই সাইটগুলিতে  বিজ্ঞাপনদাতারা প্রচুর বিজ্ঞাপন দেন ৷ আপনার ভিডিওর ফাঁকে যখন সেই বিজ্ঞাপন আসবে সেগুলিতে ক্লিক করতে হবে। তা থেকেই পে প্যাল-এর মতো ভারচুয়াল ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে।

  First published: