হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সুখবর! বাংলা থেকে তৃতীয় বন্দে ভারত চালু হচ্ছে শীঘ্রই, চলবে কোন রুটে, জানুন বিশদে

Vande Bharat New Route: সুখবর! বাংলা থেকে তৃতীয় বন্দে ভারত চালু হচ্ছে শীঘ্রই, চলবে কোন রুটে, জানুন বিশদে

বন্দে ভারতের নতুন রুট

বন্দে ভারতের নতুন রুট

Vande Bharat New Route: পশ্চিমবঙ্গ থেকে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত শুরু হতে চলেছে

  • Share this:

শিলিগুড়ি: কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় বন্দেভারত এক্সপ্রেস চালু হয়েছে। হাওড়া-পুরী রুটের এই ট্রেন সবেমাত্র চালু হয়েছে। এবার শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত শুরু হতে চলেছে। দ্রুত বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অসমের রাজধানী গুয়াহাটি পর্যন্ত চলবে। আশা করা হচ্ছে যে এই ট্রেনটি এই মাসে শুরু হতে পারে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত এই সূচনা করতে পারেন।

 

বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির মধ্যে ৪১০ কিলোমিটারের যাত্রা ৬ ঘণ্টায় শেষ করবে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে দুটি বন্দেভারত এক্সপ্রেসে পরিষেবা চালু রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার মধ্যে প্রথমে বন্দে ভরত এক্সপ্রেস পরিষেবা চালু হয়। কয়েকদিন আগে দ্বিতীয় বন্দে ভারত হিসাবে হাওড়া থেকে ওড়িশার পুরী পর্যন্ত পরিষেবা শুরু হয়েছে। হাওড়া-পুরীর মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেস দেশের ১৭ তম এই সেমি হাইস্পিড ট্রেন।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি তার সুবিধা এবং গতির কারণে যাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়। এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত নতুন এই রুট কামাখ্যা হয়ে গুয়াহাটি যাবে। এই সেমি-হাই স্পিড ট্রেনটি মাঝখানে মাত্র চারটি স্টেশনে থামবে। এই রেলওয়ে স্টেশনগুলি হল নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বোঙ্গাইগাঁও এবং কামাখ্যা। এটি সপ্তাহে ৬ দিন চলবে।

নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ভোর ৬টা ১০ মিনিটে ছাড়বে এবং বেলা ১২টায় গুয়াহাটি পৌঁছবে। একইভাবে বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি থেকে বিকাল সাড়ে ৪টের সময়ে ছাড়বে। ট্রেনটি কামাখ্যা পৌঁছবে বিকাল ৪ টে ৪২ মিনিটে। সকাল ৬ টা ৪৮ মিনিটে নিউ বোঙ্গাইগাঁও পৌঁছাবে। সকাল ৭টা ১১ মিনিটে পৌঁছাবে কোকরাঝাড়। ট্রেনটি নিউ আলিপুরদুয়ার পৌঁছবে ৮ টা ৬ মিনিটে। এরপর ১০টা ২০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

আরও পড়ুন, প্যাচপেচে এই গরম আর ক’দিন? অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস, জারি অরেঞ্জ অ্যালার্ট

আরও পড়ুন, অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন

এই রুটে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে বন্দে ভারত চালানো হবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রায়াল চলাকালীন প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। কিন্তু ট্র্যাকের ধারণক্ষমতা বিবেচনায় বর্তমানে দেশে এটি প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে চালানো হচ্ছে। এটি বেশিরভাগ রুটে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Vande Bharat, Vande Bharat Express