#নয়াদিল্লি: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সকলকে সতর্ক করে জানাল যে কোনও রেজিস্টার্ড ব্র্যান্ড বা লোগো বিনা অনুমতিতে ব্যবহার করা দন্ডনীয় অপরাধ ৷ এর বিরুদ্ধে তদন্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ ট্যুইটে স্টেট ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ দেখা গিয়েছে অনেক সময় ছোট ব্যবসা শুরু করলে বা অন্যান্য কাজের জন্য অনেকেই জনপ্রিয় ব্র্যান্ডের নাম বা LOGO ব্যবহার করে থাকেন ৷ এবার থেকে এরকম করলে নেওয়া হবে কড়া পদক্ষেপ ৷
ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে যে তাদের আধিকারিকরা একাধিক অ্যাকাউন্টে দেখেছেন জনপ্রিয় ব্র্যান্ড বা লোগো ব্যবহার করা হচ্ছে যা দন্ডনীয় অপরাধ ৷ এর বিরুদ্ধে Indian Penal Code 1882, Information Technology Act 2000 ( Section66C, 66D), Trademark Act 1999 ও Copyright Act 1957 অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ৷ এই সমস্ত অ্যাক্ট অনুযায়ী যে ব্যক্তি বা সংস্থা এরকম অপরাধ করবেন তাদের শাস্তি দেওয়া হবে ৷
The brand has noticed several accounts impersonating the brand handle and top executives. This is a punishable offense and strict action will be taken for the same. #StaySafe #BeVigilant #SBI #StateBankOfIndia pic.twitter.com/NUyT3F5lyK
— State Bank of India (@TheOfficialSBI) November 19, 2020
এর পাশাপাশি কোটি কোটি গ্রাহকদের ব্যাঙ্কের তরফে অ্যালার্ট করা হয়েছে যে অনেককেই ফেক ই-মেল পাঠানো হচ্ছে ৷ ফলে এরকম ই-মেল না খোলার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের ৷ এছাড়া সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: State Bank Of India