#নয়াদিল্লি: আধারে ঠিকানা বদল করার জন্য UIDAI প্রমাণ পত্র হিসেবে মোট ৪৫টি ডকুমেন্ট বৈধ হিসেবে মেনে নেয় ৷ ৪৫টি ডকুমেন্টের মধ্যে যে কোনও একটির মাধ্যমে আধারে ঠিকানা আপডেট করা যেতে পারে ৷ UIDAI এর তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ যে সমস্ত ব্যক্তিদের নামে কোনও অ্যাড্রেস প্রুফ নেই তারা আধার ভ্যালিডেশন লেটারের মাধ্যমে ঠিকানা আপডেট করা যেতে পারে ৷ অ্যাড্রেস প্রুফের মাধ্যমে আধারে ঠিকানা অনলাইনে আপডেট করা যেতে পারে ৷
ব্যাঙ্ক পাসবুক ঠিকানার প্রমাণ পত্র হিসেবে ব্যবহার করলে পাসবুকে ছবি ও ব্যাঙ্কের স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক ৷ UIDAI ট্যুইট করে জানিয়েছেন, পাসবুকের ফটোতে ব্যাঙ্কের স্ট্যাম্প ও ব্যাঙ্কের আধিকারিকদের স্বাক্ষর থাকতে হবে ৷ এটা না থাকলে পাসবুকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে মানা হবে না ৷
https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf লিঙ্কে গিয়ে সমস্ত ডকুমেন্ট সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ৷
প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে গিয়ে My Adhaar ট্যাবে যান ৷ ড্রপডাউন মেনুতে দ্বিতীয় নম্বরে রয়েছে Udate Your Aadhaar গিয়ে তার ড্রপডাউন মেনুর তৃতীয় নম্বর অপশন Update your address online এ ক্লিক করুন ৷
এখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷ নীচে গিয়ে Proceed to Update Address-এ ক্লিক করুন ৷ এরপর আরও একটি নতুন পেজ খুলে যাবে ৷
#AadhaarUpdateChecklist Using Bank Passbook for Address update in Aadhaar? Ensure that your photo in the passbook is stamped & signed by the bank. Without this, it is not considered a valid document. UIDAI accepts 44 other documents as proof of address (https://t.co/peDkUsdDBZ) pic.twitter.com/ngp4uNzbyd
— Aadhaar (@UIDAI) September 3, 2020
এই পেজে সবচেয়ে প্রথমে আপনার আধার কার্ড নম্বর, ক্যাপচা ভেরিফিকেশন দিয়ে নীচে Send OTP তে ক্লিক করুন ৷ এরপর আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে আসবে ৷