#নয়াদিল্লি: মধ্যবিত্তের হেঁসেলে আগুন ৷ কিছুদিন আগে পর্যন্ত আকাশছোঁয়া দাম হয়েছিল পেঁয়াজের ৷ এখন পেঁয়াজের দাম কিছুটা কমলেও এবার আকাশছোঁয়া আলুর দাম ৷ সম্প্রতি ৫০ টাকা প্রতি কিলোগ্রাম দাম হয়ে গিয়েছে আলুর দাম ৷ দেশের প্রায় অংশেই আলু ৪০ টাকা প্রতি কিলোর নীচে বিক্রি হচ্ছে না ৷ কৃষকদের যে আন্দোলন চলছে তার প্রভাবও পড়েছে আলুর দামেপর উপরে ৷ কেন্দ্র সরকার আলুর ইমপোর্ট ডিউটির উপরে ১০ লক্ষ টনে ১০ শতাংশ কোটা ঠিক করেছে ৷ সরকার এই কোটা ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত লাগু করেছে ৷ আপাতত গড় দাম ৩২ টাকার আশপাশে রয়েছে ৷ সরকারের এই পদক্ষেপে আগামী দিনে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে মান্ডিগুলিতে জানুয়ারি মাস থেকে আলুর নতুন ফসল আসতে শুরু করে দেবে ৷
কৃষক সমিতির এক সদস্য জানিয়েছেন,‘এই সময় সাধারণত গাজর ও মটরের পাশাপাশি আলু প্রায় ৭-৮ টাকা প্রতি কিলো বিক্রি হয়ে থাকে ৷ এই সময় উত্তরপ্রদেশ থেকে ৩২ কোটি আলুর প্যাকেট (এক প্যাকেটে ৫০ কিলো) বাজারে এসে থাকে ৷ পঞ্জাবের আলুও দিল্লির সঙ্গে দক্ষিণ ভারতে পৌঁছতে শুরু করে ৷ ইউপি প্রায় ১৫ কোটি প্যাকেট কোল্ড স্টোরেজে রেখে বাকি সরাসরি বাজারে বিক্রি করে দেয় ৷ এই জন্য শীতের সময় আলু প্রায় ৭ থেকে ৮ টাকা কিলো হিসেবে বিক্রি হয়ে থাকে ৷’
শীতকালেও এত বেশি দামে আলু বিক্রি হচ্ছে তার মূল কারণ আগে ২০ টাকা কিলো আলুর বীজ কেনা হত ৷ কোয়ালিটি বেশি ভাল হল খুব বেশি হলে ৩৫ টাকা কিলো দাম হত বীজ ৷ কিন্তু এবার পঞ্জাবে আলুর বীজ প্রায় ১২০ টাকা কিলো বিক্রি করা হচ্ছে ৷ উত্তরপ্রদেশেও বীজ বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা প্রতি কিলো ৷ কিন্তু বীজের দাম হঠাৎ কেন এত বেড়ে গেল তার উত্তর কারোর কাছে নেই ৷