#নয়াদিল্লি: সম্প্রতি UIDAI এর তরফে নতুন PVC আধার কার্ড জারি করা হয়েছিল ৷ এরপর থেকেই সকলের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে পুরনো আধার কার্ড হয়তো আর বৈধ মানা হবে না ৷ কিন্তু UIDAI এর তরফে ট্যুইট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে PVC আধার কার্ড জারি হওয়ার কারণে পুরনো কার্ড বাতিল হবে না ৷ UIDAI এর তরফে আরও জানানো হয়েছে যে দেশে তিন রকমের আধার কার্ড বৈধ থাকবে ৷
সম্প্রতি UIDAI ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো দেখতে আধার কার্ড জারি করেছে ৷ এই কার্ড নিজের সঙ্গে রাখতে সুবিধা ৷ যে কোনও ব্যক্তি এই কার্ড তৈরি করতে পারবেন ৷ এর জন্য কেবল ৫০ টাকা দিতে হবে ৷ UIDAI এর ওয়েবসাইট uidai.gov.in বা resident.uidai.gov.in-র মাধ্যমে অর্ডার করতে পারবেন ৷ স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ৷ PVC আধার কার্ডে হলোগ্রাম, Guilloche Pattern, ঘোস্ট ইমেজ ও মাইক্রোটেস্টের মতো লেটেস্ট সিকিউরিটি ফিচার্স রয়েছে ৷ এই কার্ডে আপনার সমস্ত তথ্য রয়েছে ৷
Residents can choose to use any form of Aadhaar as per their convenience and all forms of Aadhaar are acceptable as a proof of identity with due validation, without giving any preference to one form of Aadhaar over the other. Tweet us @UIDAI in case you have any queries. pic.twitter.com/QrQUsKqyZg
— Aadhaar (@UIDAI) October 21, 2020
পোস্টের মাধ্যমে এই কার্ড আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ৷ পাশাপাশি সফ্ট কপি ডাউনলোড করারও অপশন রয়েছে ৷ e-Aadhaar- আপনি UIDAI ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ৷ এছাড়া প্রিন্ট বের করে যে কোনও যোজনায় সরকারি পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন ৷