হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
mAadhaar অ্যাপের নতুন ভার্সান লঞ্চ করল UIDAI! বাড়িতে বসে মিলবে ৩৫টি পরিষেবা

mAadhaar অ্যাপের নতুন ভার্সান লঞ্চ করল UIDAI! বাড়িতে বসে মিলবে ৩৫টির বেশি পরিষেবা

নতুন ও আপডেট করা পরিষেবা ও সুবিধার জন্য mAadhaar এর নতুন ভার্সান ডাউনলোড করতে হবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশের সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ৷ ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি যোজনার সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ এবার সকলের সুবিধার কথা মাথায় রেখে mAadhaar অ্যাপের নতুন ভার্সান লঞ্চ করল UIDAI ৷ এই বিষয়ে ট্যুইট করে জানিয়েছে UIDAI ৷ স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে আধার কার্ড সংক্রান্ত ৩৫ টি পরিষেবার সুবিধা পেয়ে যাবেন ৷

কী জানাল UIDAI ?

UIDAI ট্যুইটে জানিয়েছে, এবার নতুন ও আপডেট করা পরিষেবা ও সুবিধার জন্য mAadhaar এর নতুন ভার্সান ডাউনলোড করতে হবে ৷ আগের যে ভার্সান রয়েছে সেটা আনইনস্টল করতে বলা হয়েছে ৷ UIDAI জানিয়েছে, নতুন ভার্সান ডাউনলোড করে ৩৫টির বেশি পরিষেবা সুবিধার লাভ নিতে পারবেন ৷

মিলবে যে সুবিধাগুলি-

নতুন ভার্সানে আধার ডাউনলোড করা, অফলাইন ই-কেওয়াইসি ডাউনলোড, কিউআর কোড দেখানো বা স্ক্যান করা, রি-প্রিন্ট করার জন্য অর্ডার দেওয়ার, অ্যাড্রেস আপডেট, আধার ভেরিফিকেশন, মেল বা ই-মেল ভেরিফিকেশন-সহ একাধিক পরিষেবা সামিল রয়েছে ৷

Android ও iOS দুটোতেই এই মোবাইল অ্যাপ ডাউনলোড করা যেতে পারে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Aadhaar card, Maadhaar, UIDAI