#নয়াদিল্লি: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েক মাস ধরে দিল্লি বর্ডারে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠক করার পরও এর কোনও সমাধান হয়নি ৷ সোমবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ মনে করা হচ্ছে এদিন কৃষকদের জন্য বড় দুটি ঘোষণা করা হতে পারে ৷
অনুমান করা হচ্ছে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে বড় ঘোষণা করতে পারে ৷ পাশাপাশি এবারের বাজেটে পিএম কিষাণ স্কিমে কৃষকদের বছরে যে ৬০০০ টাকা দেওয়া হয় তা বাড়িয়ে ১০,০০০ টাকা করা হতে পারে ৷ কৃষক আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাই বোঝাতে চাইছেন যে সরকার তাদের ভালোর জন্য সমস্ত পদক্ষেপ নিচ্ছেন ৷
২০২২-২৩ পর্যন্ত কৃষকদের আয় দ্বিগুণ করার জন্যেও পদক্ষেপ নেওয়া হতে পারে ৷ ২০১৯-২০ আর্থিক বছরে কৃষির জন্য সরকারের বাজেট ১.৫১ লক্ষ কোটি টাকা ছিল যা এবার বেড়ে ১.৫৪ লক্ষ কোটি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৬০০০ টাকা পাঠিয়ে থাকে সরকার ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে এই টাকা পাঠানো হয় ৷ তবে কৃষকরা দাবি জানিয়েছেন যে তাদের দরকারের থেকে অনেকটাই কম ৷ এই স্কিম ২০১৮ সালে ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল মোদি সরকার ৷ ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১১.৪৭ কোটি কৃষকরা লাভবান হয়েছেন ৷