corona virus btn
corona virus btn
Loading

নির্বাচনের কথা মাথায় রেখে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে (Blue Tick) এখন বেশি গুরুত্ব দেবে না ট্যুইটার

নির্বাচনের কথা মাথায় রেখে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে (Blue Tick) এখন বেশি গুরুত্ব দেবে না ট্যুইটার
Representational Image

ট্যুইটারে ‘ব্লু টিক’ মার্ক থাকলেই কোনও প্রোফাইলের গুরুত্ব অনেকাংশেই বেড়ে যায় ৷

  • Share this:

#মুম্বই: ট্যুইটারে ‘ব্লু টিক’ মার্ক থাকলেই কোনও প্রোফাইলের গুরুত্ব অনেকাংশেই বেড়ে যায় ৷ সেই হ্যান্ডলকে ‘অথেন্টিক’ হিসেবে ধরে নেওয়া হয় ৷ কিন্তু এখন আর শুধুমাত্র কোনও সেলিব্রিটির প্রোফাইলকে ‘ব্লু টিক’ মার্কের ভেরিফিকেশন করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে না ট্যুইটার ৷ কারণ গোটা বিশ্বেই নির্বাচনের মরশুম শুরু হচ্ছে ৷ এই সময় তাই কোনও পাবলিক ফিগারকে ভেরিফিকেশন করাকে সবচেয়ে বেশি গুরুত্ব না দেওয়ারই পক্ষে ট্যুইটার ৷ সেই ব্যান্ডউইডথ ট্যুইটারের নেই বলেই সংস্থার প্রডাক্ট লিড কেভন বেকপর ট্যুইট করে  জানিয়েছেন ৷

ট্যুইটারের অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক কথাই হয়েছে ৷ অনেক ক্ষেত্রেই কিছু বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ পেয়েছে ট্যুইটার ৷ শার্লটসভিলেতে বিতর্কিত ব্যক্তি জেসন কেলারের অ্যাকাউন্টকে ভেরিফাই করেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল ট্যুইটারকে ৷ এখন নির্বাচনের কথা মাথায় রেখে তাই অ্যাকাউন্টগুলিতে ব্লু টিক মার্ক দেওয়ার উপর থেকে ফোকাস সরাচ্ছে ট্যুইটার ৷

First published: July 18, 2018, 3:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर