বুলন্দশহর: ‘বিকৃত’ মানচিত্র ! তার জেরে মঙ্গলবার ট্যুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে (Manish Maheshwari) আটক করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ ট্যুইটারে ভারতের বিকৃত মানচিত্র প্রকাশ করা হয়েছে বলেই অভিযোগ জানান বজরং দলের এক নেতা ৷ মণীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর তাঁকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ ৷
Twitter India Managing Director Manish Maheshwari has been booked under Section 505 (2) of IPC and Section 74 of IT (Amendment) Act 2008 for showing wrong map of India on its website, on complaint of a Bajrang Dal leader in Bulandshahr
— ANI UP (@ANINewsUP) June 28, 2021
ডিজিটার ক্ষেত্রে এখন আগের থেকে অনেক বেশি কঠোর কেন্দ্র ৷ নয়া ডিজিটাল আইন নিয়ে কিছুদিন আগেই নানা বিতর্ক হয় ৷ ভারতে ফেসবুক-ট্যুইটার বন্ধ হয়ে যাচ্ছে বলেও গুজব ছড়ায় ৷ এবার টুইটারের অধীনে ‘টুইপ লাইফ’ (Tweep Life) বিভাগে ভারতের একটি মানচিত্র দেখা যাচ্ছিল। সেই মানচিত্রে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখাচ্ছিল বলে অভিযোগ। আলাদা দেশ হিসাবে দেখানো হচ্ছিল জম্মু-কাশ্মীর ও লাদাখকে ৷ এমনটাই অভিযোগ জানান বজরং দলের ওই নেতা ৷
শুধু তিনিই নন, ট্যুইটারে প্রকাশিত ভারতের এই মানচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নেটিজেনদের একাংশই ৷ দেশের ভুল এবং বিকৃত মানচিত্রই সেখানে দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এরপর চাপে পড়ে ওই ‘বিকৃত’ মানচিত্রটি সোমবার রাতে সরিয়ে দেওয়া হয় ট্যুইটারের পক্ষ থেকে ৷ শেষপর্যন্ত অবশ্য ট্যুইটার ইন্ডিয়ার এমডি-কে আটকই করল উত্তরপ্রদেশ পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Twitter