#কলকাতা: প্রতিবছরই এ দেশে উৎপাদিত চা যাচাই করা হয় ৷ এবং দেওয়া হয় একটি কোড ৷ আজ মঙ্গলবার সেই কাজটি সম্পন্ন হয়েছে ৷ জানানো হয়েছে, এ বছরের গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৬০৮ মিলিয়ন কেজি চা যাচাই করা হয়েছে ৷ যা নাকি গোটা দেশে উৎপাদিত চায়ের ৪৬ শতাংশ ৷
‘ট্রাস্টি’ নামক একটি প্রক্রিয়া যা স্থানীয়ভাবে উৎপাদিত চা যাচাই করে এবং কোড প্রদান করে ৷ এর পাশাপাশি ট্রাস্টি চা বাগানগুলির মধ্যে প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা জারি রাখার জন্য উৎসাহ প্রদান করে ৷ যাতে চা শিল্পের প্রভূত উন্নতি ঘটে ৷
এরই সঙ্গে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় তিন লক্ষ মহিলা চা শ্রমিক এবং আড়াই লক্ষ পুরুষ চা শ্রমিক ৷ চা শিল্পের উন্নতির জন্য এই পদ্ধতি নাকি খুবই কার্যকর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tea, Tea Garden, Trustea